Elon Musk Starlink WiFi

৩৮ হাজার ফুট উচ্চতায় সুপারফাস্ট ওয়াইফাই কলিং, অসাধ্য সাধন ইলন মাস্কের স্টারলিংকের

Elon Musk Starlink WiFi - মহাকাশ ভিত্তিক ইন্টারনেট পরিষেবার দৌড়ে সবাইকে পিছনে ফেলেছেন ইলন মাস্ক। এবার আরও এক কীর্তি গড়ে দেখালেন তিনি। কাতার এয়ারওয়েজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্টারলিংক।

Suvrodeep Chakraborty 2 Nov 2024 11:54 AM IST

মহাকাশ ভিত্তিক ইন্টারনেট পরিষেবার দৌড়ে সবাইকে পিছনে ফেলেছেন ইলন মাস্ক। এবার আরও এক কীর্তি গড়ে দেখালেন তিনি। কাতার এয়ারওয়েজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্টারলিংক। সম্প্রতি তার নমুনা প্রকাশ করলেন ইলন মাস্ক। মাটি থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় বিমান সংস্থার কর্ণধার বদর মোহাম্মদ আল-মীরকে ভিডিয়ো কল করলেন তিনি।

এদিন দোহা থেকে লন্ডনগামী ফ্লাইট কিউআর১ বিমানে এই পরীক্ষা করা হয়েছে। এই প্রথম স্টারলিংকের হাই-স্পিড নেটওয়ার্ক ব্যবহার করল কাতার এয়ারওয়েজ। স্টারলিংকের দাবি, ৩৮ হাজার ফুট উচ্চতায় ২১৫ এমবিপিএস গতিতে পাওয়া যাবে হাই-স্পিড ইন্টারনেট। ইলন মাস্কের জানিয়েছেন, বাড়িতে পাওয়া ইন্টারনেটের থেকেও দ্রুত গতিতে ইন্টারনেট যাবে বিমানে।

সংস্থা আরও দাবি করেছে, মাঝ আকাশে নির্বিঘ্নে অনলাইন গেমিং, ভিডিয়ো কল, লাইভ স্ট্রিমিং করতে পারবেন যাত্রীরা। ইন্টারনেট সংক্রান্ত কোনও বাধা পাবেন না তারা। উল্লেখ্য, কাতার এয়ারওয়েজে বর্তমানে যে ওয়াইফাই পরিষেবা রয়েছে তার নাম ইনফ্লাইট। সেখানে ৫ এমবিপিএস গতিতে ইন্টারনেট পাওয়া যায়। অপরদিকে স্টারলিংক ২১৫ এমবিপিএস গতিতে ইন্টারনেট দেওয়ার দাবি করেছে।

চলতি বছরের মধ্যে ১২টি বোয়িং ৭৭৭-৩৩০ এস বিমানে এই পরিষেবা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ২০২৫ সালের সমস্ত বোয়িং এবং এয়ারবাসে পাওয়া যাবে স্টারলিংক ওয়াইফাই।

ইলন মাস্ক বলেন, “স্টারলিংকের গুণমান উন্নত করার প্রক্রিয়া জারি রয়েছে। আগামীদিনে আরও ভালো হতে চলেছে। আরও নতুন স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে। অত্যাধুনিক সফটওয়্যার বসানো হবে।”

প্রসঙ্গত, এই মুহূর্তে কাতার এয়ারওয়েজ এবং হাওয়াইন এয়ারলাইনের সঙ্গে কাজ করছে ইলন মাস্কের সংস্থা। স্টারলিংক ওয়াইফাই পেয়ে খুশি যাত্রীরাও। মাঝ আকাশে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার ভুয়সী প্রশংসাও করেছেন তারা। জানা গিয়েছে, শীঘ্রই স্টারলিংক পরিষেবা অন্তর্ভুক্ত করতে চলেছে এয়ার ফ্রান্স এবং ইউনাইটেড এয়ারলাইনসের মতো বিমান সংস্থাও।

Show Full Article
Next Story