Acer Iconia Tab M10: স্মার্টফোনের থেকেও কম দামে বড় ডিসপ্লের দারুণ ট্যাব লঞ্চ করল এসার

এসার (Acer) আনুষ্ঠানিকভাবে তার Iconia সিরিজের নতুন ট্যাবলেট, Iconia Tab M10 লঞ্চ করেছে। এটি মিড-রেঞ্জ ট্যাব যা বড়...
Ananya Sarkar 17 July 2023 6:11 PM IST

এসার (Acer) আনুষ্ঠানিকভাবে তার Iconia সিরিজের নতুন ট্যাবলেট, Iconia Tab M10 লঞ্চ করেছে। এটি মিড-রেঞ্জ ট্যাব যা বড় আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Kompanio 500 চিপসেট, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ ইউরোপের মার্কেটে এসেছে। চলুন Acer Iconia Tab M10-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Acer Iconia Tab M10: স্পেসিফিকেশন এবং ফিচার

এসার আইকনিয়া ট্যাব এম১০-এ ১০.১ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা মাল্টিমিডিয়া ব্যবহার এবং কনটেন্ট তৈরির জন্য আদর্শ। প্যানেলটি ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে মিডিয়াটেকের কম্পানিও ৫০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। আইকনিয়া ট্যাব এম১০ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Acer Iconia Tab M10-এর পিছনে ফ্ল্যাশ ছাড়াই একটি ১৩ মেগাপিক্সেলে ক্যামেরা রয়েছে এবং সামনো৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ট্যাবলেটটিতে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং জাইরো সেন্সর-এর মতো বেশ কিছু সেন্সর আছে। এছাড়া, এটি উন্নত অডিও অভিজ্ঞতার জন্য, ইন-বিল্ট ডুয়েল স্পিকার অফার করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Iconia Tab M10-কে বড় ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি শক্তি যোগায়, তবে এর চার্জিং স্পিড এখনও প্রকাশ করেনি কোম্পানি।

Acer Iconia Tab M10-এর মূল্য এবং লভ্যতা

Acer Iconia Tab M10 প্রতিযোগিতামূলক মূল্যে ইউরোপের বাজারে লঞ্চ হয়েছে, এর প্রারম্ভিক দাম মাত্র ১৪৯ ডলার (প্রায় ১২,২৩০ টাকা)। এটি শুধুমাত্র একটি গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। তবে, ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারগুলিতে Tab M10 কবে উপলব্ধ হবে, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story