- Home
- »
- ট্যাবলেট »
- এক চার্জে চলবে টানা 13 ঘন্টা, দুর্দান্ত...
এক চার্জে চলবে টানা 13 ঘন্টা, দুর্দান্ত ট্যাবলেট লঞ্চ করে সাড়া ফেলল Amazon, ফিচার্স দেখুন
Amazon Fire সস্তায় বাজারে উপলব্ধ সেরা বাজেট রেঞ্জের ট্যাবলেটগুলির মধ্যে অন্যতম। অ্যামাজন এখন কিছু আপগ্রেডের সাথে তাদের...Amazon Fire সস্তায় বাজারে উপলব্ধ সেরা বাজেট রেঞ্জের ট্যাবলেটগুলির মধ্যে অন্যতম। অ্যামাজন এখন কিছু আপগ্রেডের সাথে তাদের Fire HD 10 (2021) ট্যাবের নতুন মডেল লঞ্চ করেছে। তবে, সেপ্টেম্বর মাসে অ্যামাজনের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে Amazon Fire HD 10 (2023) ট্যাবটির সম্পর্কে উল্লেখ করা হয়নি। পরিবর্তে, এটি অ্যামাজন ওয়েবসাইটের তালিকায় নিঃশব্দে স্থান করে নিয়েছে। চলুন Amazon Fire HD 10 (2023)-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Amazon Fire HD 10 (2023)-এর স্পেসিফিকেশন এবং ফিচার
অ্যামাজন ফায়ার এইচডি ১০ (২০২৩) ট্যাবটি তার পূর্বসূরির তুলনায় কিছু ছোটখাটো, তবে গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে এসেছে। এতে ১০.১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। যদিও, স্ক্রিনের চার দিকেই বড় বেজেল আছে কিন্তু এগুলি ট্যাবলেটটিকে ধরে রাখতে এবং অবাঞ্ছিত টাচ এড়াতে সাহায্য করে। এতে অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা আগের মডেলের তুলনায় ২৫% দ্রুত পারফরম্যান্স অফার করতে সক্ষম বলে জানানো হয়েছে। অ্যামাজন ফায়ার এইচডি ১০ (২০২৩) ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি/ ৬৪ জিবি স্টোরেজ অফার করে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব।
অ্যামাজন ফায়ার এইচডি ১০ (২০২৩)-এ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ২০২১ সালের মডেলে থাকা ২ মেগাপিক্সেলের ক্যামেরার তুলনায় এটি একটি বড় আপগ্রেড। ক্যামেরাটি ভিডিও কলের সময় আরও ভালো ক্ল্যারিটি প্রদান করতে সহায়তা করবে৷ ট্যাবটির ব্যাটারি ক্ষমতা এখনও জানা যায়নি, কিন্তু অ্যামাজন রিডিং, ওয়েব ব্রাউজিং, ভিডিও দেখা বা গান শোনার ক্ষেত্রে ১৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের প্রতিশ্রুতি দিচ্ছে। আগের মডেলের ব্যাটারি লাইফের তুলনায় এটি সামান্য বেশি। অ্যামাজন ফায়ার এইচডি ১০ (২০২৩) ট্যাব ৯ ওয়াট চার্জিং সাপোর্ট করে এবং ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় চার ঘন্টা সময় লাগবে।
উল্লেখ্য, Amazon Fire HD 10 (2023)-এর অন্যতম হাইলাইট হল যে, এটি অ্যামাজন স্টাইলাস পেন সাপোর্ট করতে সক্ষম। Fire HD Max 11-এর পর স্টাইলাস সাপোর্ট করা এটি দ্বিতীয় Fire সিরিজের ট্যাবলেট। স্টাইলাসটি কাগজে লেখার অনুভূতিকে অনুকরণ করে। এটির ৪,০৯৬ লেভেলের প্রেসার সেনসিটিভিটি রয়েছে এবং এটি ইউজারের হাতের লেখায় সাড়া দেয়। তবে, স্টাইলাসটিকে ট্যাবলেটের সাথে বিক্রি করা হচ্ছে যা, এটিকে আলাদাভাবে কিনতে হবে।
Amazon Fire HD 10 (2023)-এর মূল্য এবং লভ্যতা
আমেরিকার Amazon Fire HD 10 (2023) দুটি কনফিগারেশনে উপলব্ধ - ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ। লকস্ক্রিন বিজ্ঞাপন সহ এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৩৯.৯৯ মার্কিন ডলার (প্রায় ১১,৬৩০ টাকা) এবং ১৭৯.৯৯ ডলার (প্রায় ১৪,৯৫২ টাকা)। তবে ক্রেতারা যদি ট্যাবলেটে লকস্ক্রিন অ্যাড দেখতে না চান, তাহলে তাদের যথাক্রমে ১৫৪.৯৯ ডলার (প্রায় ১২,৮৭৫ টাকা) এবং ১৯৪.৯৯ ডলার (প্রায় ১৬,১৯৮ টাকা) খরচ করতে হবে। Amazon Fire HD 10 (2023) ব্ল্যাক, লাইল্যাক এবং ওশান - এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। ভারতের বাজারে ট্যাবলেটটি কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।