- Home
- »
- ট্যাবলেট »
- দিওয়ালির আগেই iPad Air (5th gen), iPad...
দিওয়ালির আগেই iPad Air (5th gen), iPad Mini (6th gen), iPad (9th gen) এর দামে পরিবর্তন
গতকালই ভারতে লঞ্চ হয়েছে iPad (10th gen) ও iPad Pro 2022। এরপরেই এদেশে iPad Air (5th gen), iPad Mini (6th gen), ও iPad...গতকালই ভারতে লঞ্চ হয়েছে iPad (10th gen) ও iPad Pro 2022। এরপরেই এদেশে iPad Air (5th gen), iPad Mini (6th gen), ও iPad (9th gen) এর দাম বাড়ানো হল। এর মধ্যে এয়ার মডেলটি চলতি বছরে লঞ্চ হয়েছিল। আর মিনি ও নবম প্রজন্মের আইপ্যাড গতবছর আত্মপ্রকাশ করেছিল। অ্যাপল ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন দামে ট্যাবলেটগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
iPad Air (5th gen), iPad Mini (6th gen), ও iPad (9th gen) এর দাম বাড়লো
এখন থেকে আইপ্যাড এয়ার (৫ জেন) এর ৬৪ জিবি ও ২৫৬ ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। আর ৭,০০০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে ওয়াই-ফাই + সেলুলার মডেলের।
আবার আইপ্যাড মিনি (৬ জেন) এর ৬৪ জিবি ও ২৫৬ জিবি ওয়াই-ফাই মডেলের দাম বাড়ানো হয়েছে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা। একইভাবে সেলুলার মডেল কেনার জন্য ৫,০০০ টাকা অতিরিক্ত খসাতে হবে।
আইপ্যাড (৯ জেন) এর কথা বললে, এর দুটি ওয়াই-ফাই মডেলের দাম মিনির মতো যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা বাড়ানো হয়েছে। আর সেলুলার মডেলগুলির মূল্য বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪,০০০ টাকা ও ৫,০০০ টাকা।