- Home
- »
- ট্যাবলেট »
- Google Pixel Tablet বিশাল বড় 11 ইঞ্চি...
Google Pixel Tablet বিশাল বড় 11 ইঞ্চি ডিসপ্লে ও শক্তিশালী Tensor G2 প্রসেসর সহ লঞ্চ হল, দাম জানুন
Google I/O 2023 ইভেন্ট গতকাল মধ্যরাত অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টে Google Pixel 7a, Google Fold এর পাশাপাশি Google Pixel...Google I/O 2023 ইভেন্ট গতকাল মধ্যরাত অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টে Google Pixel 7a, Google Fold এর পাশাপাশি Google Pixel Tablet লঞ্চ করা হয়েছে। সংস্থার প্রথম এই ট্যাবলেটে পাওয়া যাবে গুগল টেন্সর চিপসেট, আইপিএস এলসিডি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া Google Pixel Tablet ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা এবং এলপিডিডিআর৫ র্যাম সাপোর্ট সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
গুগল Pixel Tablet এর দাম (Google Pixel Tablet Price)
গুগল পিক্সেল ট্যাবলেট এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯ ডলার (প্রায় ৪০,৯০০ টাকা), আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৫৯৯ ডলার (প্রায় ৪৯,১০০ টাকা)। এটি পোর্সেলিয়ন, রোজ ও হেজেল কালারে এসেছে।
গুগল Pixel Tablet এর স্পেসিফিকেশন ও ফিচার (Google Pixel Tablet Specifications & Features)
গুগল পিক্সেল ট্যাবলেট পুরু বেজেল সহ ১১ ইঞ্চি আইপিএস এলসিডির সাথে এসেছে। এই স্ক্রিনের রেজোলিউশন ২৫৬০ x ১৬০০ পিক্সেল ও পিক্সেল ডেন্সিটি ২৭৬ পিপিআই। এই ডিসপ্লে ৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
গুগল পিক্সেল ট্যাবলেটে পাওয়া যাবে কোয়াড স্পিকার ও তিনটি মাইক্রোফোন। চার্জিংয়ের কথা বললে, এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ট্যাবলেটটি ২৭ ওয়াট আওয়ার ব্যাটারি সহ এসেছে, যা একবার চার্জে ১২ ঘন্টা চলবে।
পারফরম্যান্সের জন্য Google Pixel Tablet-এ ব্যবহার করা হয়েছে গুগলের টাইটান এম২ চিপ সহ টেন্সর জি২ চিপসেট। এটি এলপিডিডিআর৫ র্যাম ও ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির কথা বললে, এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার পিছনে দেওয়া হয়েছে ৮৪ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
Google Pixel Tablet-এ ওয়াই-ফাই ৬, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, আল্ট্রা-ওয়াইড ব্যান্ড রেডিও চিপ সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ এসেছে।