Honor Pad 9: ভারতে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করছে অনর, ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে!

অনর গত ডিসেম্বরে চীনে Honor Pad 9 ট্যাবলেট লঞ্চ করেছে। আবার ট্যাবটি যে গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে, তা সিঙ্গাপুরের...
Ananya Sarkar 5 Feb 2024 1:57 PM IST

অনর গত ডিসেম্বরে চীনে Honor Pad 9 ট্যাবলেট লঞ্চ করেছে। আবার ট্যাবটি যে গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে, তা সিঙ্গাপুরের এক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার ভারতেও লঞ্চের জল্পনা উস্কে Honor Pad 9 এখন ভারতের বিআইএস (BIS India)-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে। ডিভাইসটি এদেশের বাজারেও শীঘ্রই প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে।

Honor Pad 9 পেল BIS-এর অনুমোদন

HEY2-W09 মডেল নম্বর সহ অনর প্যাড ৯ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে দেখা গিয়েছে। একই মডেল নম্বরের সাথে ট্যাবটি আগে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে৷ যদিও বিআইএস অনর প্যাড ৯-এর ভারতীয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি, তবে চীনে লঞ্চ হওয়ার ফলে ট্যাবটির স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই।

Honor Pad 9-এর স্পেসিফিকেশন

অনর প্যাড ৯-এ ১২.১ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস, ৮৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। কোম্পানি দাবি করে যে ট্যাবটির গ্লেয়ার-ফ্রি ভিউয়িং ফ্রি এক্সপেরিয়েন্সের জন্য ৯৮ শতাংশ প্রতিফলিত আলো দূর করতে পারে। স্টাইলাস এবং কীবোর্ডের সাথেও কম্প্যাটিবল এটি।

পারফরম্যান্সের জন্য Honor Pad 9 Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ উপলব্ধ। ক্যামেরার ক্ষেত্রে, ট্যাবলেটটির পিছনে ১৩ মেগাপিক্সেলের সেন্সর সহ বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান ৷ অডিওর জন্য, ডিভাইসটি আটটি স্পিকার দ্বারা সজ্জিত।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Pad 9-এ ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ম্যাজিক ওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে চলে। Honor Pad 9 তিনটি কালার অপশনে পাওয়া যায় - অ্যাজুর, হোয়াইট এবং গ্রে। কোম্পানি ভারতে ট্যাবলেটটির জন্য কোনও লঞ্চ টাইমলাইন বলেনি, তবে অনর এদেশে Honor X9b এবং Choice Earbuds X5 লঞ্চ করার বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছে।

Show Full Article
Next Story