ল্যাপটপের মতো বড় ডিসপ্লে ও পাওয়ারফুল 10,050mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Honor Pad 9 Pro ট্যাব

Honor 200 Lite 5G লঞ্চের রেশ না কাটতেই আরও এক ধামাকা নিয়ে হাজির হল অনর। সংস্থার তরফে Honor Pad 9 Pro নামে একটি দুর্দান্ত ট্যাবলেট…

Honor 200 Lite 5G লঞ্চের রেশ না কাটতেই আরও এক ধামাকা নিয়ে হাজির হল অনর। সংস্থার তরফে Honor Pad 9 Pro নামে একটি দুর্দান্ত ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারি মাস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024)-এ স্ট্যান্ডার্ড Honor Pad 9 আত্মপ্রকাশ করেছিল। আর এখন তার প্রায় দুই মাস পরে Pro মডেলটি বাজারে এল। এই নয়া ট্যাবে বিশাল ডিসপ্লে, MediaTek Dimensity 8100 প্রসেসর, চারটে স্পিকার এবং পাওয়ারফুল ১০,০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Honor Pad 9 Pro: স্পেসিফিকেশন এবং ফিচার্স

অনর ৯ প্রো ট্যাবলেটে ২,৫৬০ x ১,৬০০ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১২.১ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ১.০৭ বিলিয়ন কালার অফার এবং সম্পূর্ণ ডিসিআই-পি৩ কালার গ্যামট কভার করে। ট্যাবলেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেটে চলে, যা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। অনর ৯ প্রো অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৮.০ (MagicOS 8.0) কাস্টম স্কিনে রান করে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ১০,০৫০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। অনরে এই নতুন ট্যাবটিতে অডিওর জন্য চারটি স্পিকার এবং চারটি টুইটার রেখেছে।

ফটোগ্রাফির জন্য, অনর ৯ প্রো-এ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। ডিভাইসটি ৬.৬৪ মিলিমিটার স্লিম এবং ওজন প্রায় ৫৮৯ গ্রাম। পরিশেষে সংযোগের জন্য, এই অনর ট্যাবটি ওয়াই-ফাই 6, ব্লুটুথ ৫.২, 5G ক্ষমতা এবং একটি টাইপ-সি পোর্ট সহ এসেছে।

Honor Pad 9 Pro-এর মূল্য এবং লভ্যতা

চীনে Honor Pad 9 Pro দুটি রঙে উপলব্ধ – স্টারি গ্রে এবং স্কাই ব্লু। এই ট্যাবের বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৩০০ টাকা)। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৪০০ টাকা) টাকায় পাওয়া যাবে। Honor Pad 9 Pro ভারতে কবে প্রবেশ করবে, সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিতভাবে জানায়নি অনর।