- Home
- »
- ট্যাবলেট »
- 2000 টাকা ডিসকাউন্ট, প্রথম সেলে Honor...
2000 টাকা ডিসকাউন্ট, প্রথম সেলে Honor Pad 9 ট্যাবলেট অনেক সস্তায় কেনার সুযোগ
গত 22শে ভারতে লঞ্চ হয় Honor Pad 9। আর আজ অর্থাৎ 28শে মার্চ এটি ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে এদেশে...গত 22শে ভারতে লঞ্চ হয় Honor Pad 9। আর আজ অর্থাৎ 28শে মার্চ এটি ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে এদেশে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি লঞ্চ অফারের অংশ হিসাবে এর সাথে ফ্লাট 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। যারপর ডিভাইসটি 23,000 টাকারও কম খরচে নিজের করতে পারবেন আপনারা।
ভারতে Honor Pad 9 ট্যাবলেটের দাম ও সেল অফার
এদেশের বাজারে অনর প্যাড 9 ট্যাবলেটের দাম 24,999 টাকা রাখা হয়েছে। তবে লঞ্চ অফারের দৌলতে ক্রেতারা ফ্লাট 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারপর এই মডেলটি মাত্র 22,999 টাকা খরচ করে কেনা সম্ভব।
Honor Pad 9 ট্যাবলেটের স্পেসিফিকেশন
অনর প্যাড 9 ট্যাবলেটে টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড 12.1-ইঞ্চির LCD IPS টাচ-স্ক্রিন দেওয়া হয়েছে, যা 2560x1600 পিক্সেল রেজোলিউশন, 249 পিপিআই পিক্সেল ডেনসিটি, 500 নিট পিক ব্রাইটনেস এবং 1500:1 কনট্রাস্ট রেশিও অফার করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 মোবাইল প্ল্যাটফর্ম এবং অ্যাড্রেনো 710 জিপিইউ সহ এসেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই চিপসেট 2.2 গিগাহার্টজ ক্লক রেটের 4টি কর্টেক্স-এ78 কোর এবং 1.8 গিগাহার্টজ রেটের 4টি কর্টেক্স-এ55 কোর সাপোর্ট করে।
ক্যামেরা বিভাগের কথা বললে, নয়া Honor Pad 9 ট্যাবলেটের সামনে এফ/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। আবার ডিভাইসটির পেছনে এফ/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে, যা ছবি এবং ভিডিও ক্যাপচারের ক্ষেত্রে অটো-ফোকাস ফিচার সাপোর্ট অফার করে। তদুপরি ভালো সাউন্ড সরবরাহের জন্য মিলবে আটটি স্পিকার যুক্ত অডিও সিস্টেম। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য 8,300 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 35 ওয়েট ফাস্ট চার্জিং সমর্থন করে।