সস্তায় Honor Pad X8a ভারতে লঞ্চ হল, 8 জিবি র‌্যাম সহ পাবেন 8300mAh ব্যাটারি

ভারতে লঞ্চ হল অনারের নতুন প্যাড Honor Pad X8a। এটি বাজেট রেঞ্জে এসেছে। অনারের এই প্যাডে দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। Honor Pad X8a -এ পাওয়া…

honor pad x8a launched in india price specifications with 8300mah battery

ভারতে লঞ্চ হল অনারের নতুন প্যাড Honor Pad X8a। এটি বাজেট রেঞ্জে এসেছে। অনারের এই প্যাডে দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। Honor Pad X8a -এ পাওয়া যাবে বড় ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ও 8300 এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Pad X8a ট্যাবের ভারতে দাম

অনার প্যাড এক্স8এ ট্যাবের 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। আগামী 8 সেপ্টেম্বর অ্যামাজন থেকে এই প্যাডটি প্রি-অর্ডার করা যাবে। লঞ্চ আফার হিসেবে এর সাথে বিনামূল্যে ফ্লিপ কভার দেওয়া হবে।

Honor Pad X8a এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার প্যাড এক্স8এ ট্যাবের সামনে দেখা যাবে 11 ইঞ্চি ফুল এইচডি (1200×1920 পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ট্যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 4 জিবি র‌্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আবার এতে 4 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

আরও পড়ুন : অপেক্ষা শেষ! Vivo T3 Ultra 5G স্মার্টফোনের বাজারে ‘বিস্ফোরণ’ ঘটাতে লঞ্চ হচ্ছে, দাম সহ ফিচার ফাঁস

ফটোগ্রাফির জন্য Honor Pad X8a ট্যাবের সামনে ও পিছনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ট্যাবলেটকে পাওয়ার দেবে 8300mAh ব্যাটারি। সংস্থাটি দাবি করেছে যে এই ব্যাটারি ফুল চার্জে 14 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং 85 ঘন্টা পর্যন্ত গান শুনতে দেবে।

আবার Honor Pad X8a ট্যাবে সাউন্ডের জন্য দেওয়া হয়েছে কোয়াড স্পিকার সিস্টেম। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এই প্যাডের ওজন 495 গ্রাম।

আরও পড়ুন : পুজোর আগেই ইলেকট্রিক স্কুটারে বাম্পার ডিসকাউন্ট, Bajaj Chetak মিলছে 15,000 টাকা ছাড়ে

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন