- Home
- »
- ট্যাবলেট »
- বড় স্ক্রিনে মুভি-ওয়েব সিরিজ দেখার মজা...
বড় স্ক্রিনে মুভি-ওয়েব সিরিজ দেখার মজা দেবে Honor-র নয়া ট্যাব, গমগমে সাউন্ডের জন্য ছয় স্পিকার
অনর সম্প্রতি যুক্তরাজ্য ও ভারতের বাজারে Honor Pad X9 ট্যাবলেট লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের এই ট্যাবটি খুব শীঘ্রই...অনর সম্প্রতি যুক্তরাজ্য ও ভারতের বাজারে Honor Pad X9 ট্যাবলেট লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের এই ট্যাবটি খুব শীঘ্রই সিঙ্গাপুরের মার্কেটে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি সেদেশের আইএমডিএ (IMDA) ওয়েবসাইটে দেখা গেছে। Honor Pad X9-এর নতুন সার্টিফিকেশন থেকে আর কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।
Honor Pad X9 উপস্থিত হয়েছে IMDA-এর ডেটাবেসে
ELN-L09 মডেল নম্বর সহ অনর প্যাড এক্স৯ ট্যাবটি আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে যে, এটি ব্লুটুথ এবং ওয়াই-ফাই সংযোগ সাপোর্ট করবে। যদিও এগুলি ছাড়া সার্টিফিকেশন থেকে আর কোনও তথ্য সামনে আসেনি, তবে এটি নির্দেশ করে যে ডিভাইসটি শীঘ্রই সিঙ্গাপুরের বাজারে লঞ্চ হবে। অনর প্যাড এক্স৯ ইতিমধ্যেই ভারত ও যুক্তরাজ্যের বাজারে লঞ্চ হয়েছে ফলে ট্যাবটির স্পেসিফিকেশন আর অজানা নেই।
Honor Pad X9-এর স্পেসিফিকেশন
অনর প্যাড এক্স৯-এ চিত্তাকর্ষক ১১.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা 2K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং মসৃণ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে ৩ জিবি ভার্চুয়াল র্যামের সাথে ৪ জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে। এছাড়া ট্যাবটি ১২৮ জিবি স্টোরেজ অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ম্যাজিকইউআই ৭.১-এ চলে, এটি একটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস অফার করে।
ফটোগ্রাফির জন্য, Honor Pad X9-এ ট্যাবলেটটি ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। এছাড়া, ট্যাবলেটটি হাই-রেস অডিও সাপোর্টেড ছয়টি স্পিকার দ্বারা সজ্জিত। Honor Pad X9 দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের জন্য বিশাল ৭,২৫০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। মাত্র ৬.৯ মিলিমিটারের স্লিম প্রোফাইল এবং ৪৯৯ গ্রাম ওজনের সাথে, Honor Pad X9 বহন করা সহজ এবং বাড়ির বাইরে ব্যবহারের জন্য উপযুক্ত।