- Home
- »
- ট্যাবলেট »
- ক্রেতাদের মন কাড়তে Honor এর নতুন...
ক্রেতাদের মন কাড়তে Honor এর নতুন পদক্ষেপ, Honor Pad X9 লঞ্চের আগেই কোম্পানির ওয়েবসাইটে হাজির
বিশ্ববাজারে লঞ্চ হওয়ার পর Honor Pad X9 ট্যাবলেটটি শীঘ্রই ভারতের মার্কেটেও আত্মপ্রকাশ করতে চলেছে৷ অ্যামাজন ইন্ডিয়া...বিশ্ববাজারে লঞ্চ হওয়ার পর Honor Pad X9 ট্যাবলেটটি শীঘ্রই ভারতের মার্কেটেও আত্মপ্রকাশ করতে চলেছে৷ অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এদেশে ট্যাবলেটটির লঞ্চ সম্পর্কে নিশ্চিত করেছে। আর এখন, ট্যাবটি অনরের ভারতীয় ওয়েবসাইটেও তালিকাভুক্ত হয়েছে। যদিও, Pad X9-এর সঠিক লঞ্চের তারিখ এবং সেলের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে অফিসিয়াল লিস্টিং থেকে জানা গেছে, অনরের এই লেটেস্ট ডিভাইসটি ১১.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং বড় ৭,২৫০ এমএএইচ ব্যাটারি অফার করবে এবং এটি Qualcomm-এর Snapdragon 685 4G প্রসেসর দ্বারা চালিত হবে। Honor Pad X9-এর ভারতে লঞ্চ সম্পর্কে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।
Honor Pad X9-কে দেখা গেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে
অনর প্যাড এক্স৯-কে অনর ইন্ডিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যা এর স্পেস গ্রে কালার অপশনটি টিজ করেছে। ট্যাবলেটটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করবে এবং এটি অ্যামাজনের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। অফিসিয়াল ওয়েবসাইটের তালিকায় প্যাড এক্স৯-এর সকল স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করা হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Honor Pad X9-এর স্পেসিফিকেশন এবং ফিচার
অনর ইন্ডিয়ার ওয়েবসাইটের তালিকা অনুসারে, অনর প্যাড এক্স৯-এ ১২০ হার্টজ রিফ্রেশ হার সহ ১১.৫ ইঞ্চির ২কে (১,২০০ x ২,০০০ পিক্সেল) এইচডি এলসিডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি ৮৬ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১০০ শতাংশ আরজিবি কালার গ্যামট অফার করবে বলে জানা গেছে। অনরের আসন্ন ট্যাবলেটটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ ৪জি প্রসেসর দ্বারা চালিত হবে। আবার এতে ৩ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য র্যাম প্রযুক্তিও সাপোর্ট করবে, যার সাহায্যে ব্যবহারকারীরা অব্যবহৃত স্টোরেজ ভার্চুয়াল র্যামে রূপান্তর করতে পারবেন।
ফটোগ্রাফির জন্য, Honor Pad X9 ট্যাবটি একটি ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অফার করবে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে আরেকটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও উপস্থিত থাকবে। ট্যাবলেটটি ছয়টি স্পিকার সহ এসেছে, যা পূর্বসূরির তুলনায় একটি ভাল অডিও এক্সপেরিয়েন্স প্রদান করবে।
এছাড়া, Honor Pad X9 ইউএসবি টাইপ-সি পোর্ট সহ ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.১ - এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,২৫০ এমএএইচ ব্যাটারি থাকবে, তবে এর চার্জিং স্পিড এখনও প্রকাশ করা হয়নি। সবশেষে ট্যাবলেটটির পরিমাপ ২৬৭.৩ x ১৬৭.৪ x ৬.৯ মিলিমিটার এবং ওজন ৪৯৯ গ্রাম।