সস্তায় 5G ট্যাব বাজারে আনছে Honor, 12 ইঞ্চি QHD ডিসপ্লে সহ থাকবে 35W চার্জিং

অনর সম্প্রতি Honor Magic 6 এবং Magic 6 Pro ফোল্ডেবলের সাথে স্পেশাল এডিশন Honor Magic V2 RSR Porsche Design চীনে লঞ্চ...
Ananya Sarkar 1 Feb 2024 2:36 PM IST

অনর সম্প্রতি Honor Magic 6 এবং Magic 6 Pro ফোল্ডেবলের সাথে স্পেশাল এডিশন Honor Magic V2 RSR Porsche Design চীনে লঞ্চ করেছে৷ জানা গেছে যে, এই ডিভাইসগুলি আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে গ্লোবাল মার্কেটের ক্রেতাদের জন্য লঞ্চ করা হবে, যা চলতি ফেব্রুয়ারির শেষে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে। আর এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, ব্র্যান্ডটি একটি নতুন 5G ট্যাবলেট বাজারে আনতে চলেছে। তিনি ট্যাবটির কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্যও প্রকাশ করেছেন।

Honor-এর নতুন 5G ট্যাবলেট শীঘ্রই আসছে বাজারে

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, 5G সাপোর্ট যুক্ত অনর ট্যাবলেটটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে আসবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটে চলবে। এতে ২,৫৬০ x ১,৬০০ পিক্সেলের কোয়াড এইচডি রেজোলিউশন এবং আই প্রোটেকশন সাপোর্ট সহ ১২.১ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে। ট্যাবটির ব্যাটারি সাইজ অজানা হলেও এটি ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে দাবি করা হয়েছে।

এরসাথেই টিপস্টার যোগ করেছেন যে, অনর একটি ফ্ল্যাগশিপ গ্রেডের ট্যাবলেটের ওপরও কাজ করছে, যা স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। তবে, ডিজিটাল চ্যাট স্টেশন এগুলির বাণিজ্যিক নাম প্রকাশ করেননি। অনর সাধারণত তাদের ট্যাবলেটগুলি ‘প্যাড’ এবং ‘প্যাড এক্স’ ব্র্যান্ডিং সহ লঞ্চ করে থাকে। গত বছর ডিসেম্বরে, কোম্পানি চীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর চালিত অনর প্যাড ৯ ট্যাব উন্মোচন করে। এটি অনর ট্যাবলেট ৯ নামেও পরিচিত এবং এতে সিম সাপোর্ট নেই।

এছাড়া, গত বছর জুলাই মাসে অনর চীনের বাজারে Qualcomm Snapdragon 685 চিপসেট যুক্ত Honor Pad X9 লঞ্চ করেছিল। এই ট্যাবলেটটি বিশ্ববাজারে ওয়াই-ফাই এবং এলটিই - উভয় সংস্করণেই উপলব্ধ। অনুমান, টিপস্টার যে এন্ট্রি-লেভেল 5G ট্যাবলেটটির কথা বলছেন, সেটি Xiaomi Pad X9-এর উত্তরসূরি হতে পারে। ফলে ট্যাবলেটটি Honor Pad X10 নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story