HTC আনছে নতুন ট্যাব, সস্তায় 20MP ক্যামেরা, 8000mah ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত সব ফিচার

বর্তমান সময়ে বহু মানুষ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করার জন্য এবং ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য স্মার্টফোনের থেকেও বড়...
Ananya Sarkar 21 Feb 2023 6:01 PM IST

বর্তমান সময়ে বহু মানুষ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করার জন্য এবং ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য স্মার্টফোনের থেকেও বড় স্ক্রিনের ট্যাবলেট ব্যবহার করতে বেশি পছন্দ করেন। ট্যাবলেটের কার্যকারিতা বিভিন্ন ধরনের কাজ এবং অধ্যয়নের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম, তাই ইদানিং কালে ট্যাবলেটের চাহিদা বেশি বৃদ্ধি পেয়েছে। অনেক ব্র্যান্ডই সেই কারণে ট্যাবলেটের বাজারে মনোনিবেশ করেছে। যেমন সুপরিচিত স্মার্টফোন ব্র্যান্ড এইচটিসি শীঘ্রই HTC A102 নামে একটি নতুন ট্যাবলেট বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ডিভাইসটি গুগল জিএমএস (Google GMS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি ট্যাবলেটটির মূল স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে এতে ১১ ইঞ্চির ডিসপ্লে এবং একটি MediaTek প্রসেসর থাকবে। আসুন তাহলে HTC A102 সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল HTC A102-এর মূল স্পেসিফিকেশন

এইচটিসি এ১০২ ট্যাবলেটটি গুগল জিএমএস (Google GMS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এটি নির্দেশ করে যে, বর্তমানে সংস্থার দ্বারা ট্যাবটির পরীক্ষা ও মূল্যায়ন চলছে এবং ফেব্রুয়ারি মাসেই বাজারে এর আসার সম্ভাবনা রয়েছে। এইচটিসি এ১০২ মিড-রেঞ্জের বা বাজেট ট্যাবলেট হিসেবে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, এইচটিসি এ১০২ একটি ৪জি ওয়াই-ফাই ট্যাবলেট হবে। এটি ১১ ইঞ্চির ২কে (2K) ডিসপ্লের সাথে আসবে, যা ২,০০০×১,২০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এটি এমটিকে জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা যথাক্রমে ২ গিগাহার্টজ এবং ১.৮ গিগাহার্টজে চলমান এআরএম কর্টেক্স-এ৭৫ এবং এআরএম কর্টেক্স-এ৫৫ কোর নিয়ে গঠিত। এইচটিসি এ১০২-এ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে, যা একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটোগ্রাফির জন্য, HTC A102-এ একটি ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা ফেস রেকগনিশন এবং এআই (AI) ফেস আনলক ফিচারটি সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, HTC A102-এ ৮,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই ট্যাবে ব্লুটুথ ৫.০ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করবে৷ ডিভাইসটিতে একটি টাইপ সি ইউএসবি ৩.০ পোর্ট এবং ওটিজি সংযোগ মিলবে। সেন্সরের ক্ষেত্রে, HTC A102 অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর এবং হল সেন্সর অফার করবে।

জানিয়ে রাখি, HTC A102-এর ২কে ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর এটিকে মিডিয়ার ব্যবহার এবং উৎপাদনশীলতার জন্য একটি দুর্দান্ত ডিভাইসে পরিণত করবে। এর বৃহৎ ব্যাটারি ক্ষমতা এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই-এর জন্য সাপোর্ট নিশ্চিত করে যে ডিভাইসটির পাওয়ার দ্রুত ফুরিয়ে যাবে না বা এতে ধীর ইন্টারনেট গতির সমস্যায় দেখা দেবে না। HTC A102 প্রথমে আফ্রিকার বাজারে লঞ্চ হতে পারে, তারপরে বিশ্বের অন্যান্য বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story