চার্জ শেষ হবে না! Huawei MatePad Pro 12.2 (2024) ট্যাবলেট বিশাল বড় 10100mAh ব্যাটারি সহ লঞ্চ হল

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Huawei MatePad Pro 12.2 (2024) ট্যাবলেট। বার্সোলোনায় আয়োজিত একটি ইভেন্টে এই...
ANKITA 19 Sept 2024 9:06 PM IST

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Huawei MatePad Pro 12.2 (2024) ট্যাবলেট। বার্সোলোনায় আয়োজিত একটি ইভেন্টে এই ট্যাবের উপর থেকে পর্দা সরানো হয়েছে। নতুন এই ফ্ল্যাগশিপ ট্যাবলেট পেশাদার ও সৃজনশীল কাজের সাথে যুক্ত মানুষদের জন্য লঞ্চ করা হয়েছে। Huawei MatePad Pro 12.2 (2024) কার্টিং এজ ডিসপ্লে টেকনোলজি সহ এসেছে। আসুন এর স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Huawei MatePad Pro 12.2 (2024) এর দাম ও প্রাপ্যতা

আজ অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে Huawei MatePad Pro 12.2 (2024) ব্রিটেন ও ইউরোপে পাওয়া যাবে। এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৯৯.৯৯ পাউন্ড, যা প্রায় ৭৭,৫০০ টাকার সমান। আর এর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯৯.৯৯ পাউন্ড, যা ভারতীয় মূল্যে প্রায় ৮৮,৭০০ টাকা। আগামী ২২ তারিখ পর্যন্ত ক্রেতারা এই ট্যাবলেট কিনলে প্রায় ১১ হাজার টাকা ডিসকাউন্ট ও Huawei M-Pencil (3rd Gen) ফ্রি পাবেন।

Huawei MatePad Pro 12.2 (2024) এর স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ের এই ট্যাবলেট আছে ১২.২ ইঞ্চি ট্যানডেম ওলেড পেপারমেট ডিসপ্লে, যা ২৮০০ x ১৮৪০ পিক্সেল রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার এই ট্যাবে পাওয়া যাবে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।

আর Huawei MatePad Pro 12.2 (2024) ট্যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবে ৫০৫০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হয়েছে, অর্থাৎ মোট ১০,১০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। এই ব্যাটারি ১০০ ওয়াট হুয়াওয়ে সুপারচার্জ সাপোর্ট করবে। সংস্থার দাবি এই চার্জিং প্রযুক্তি ৫৫ মিনিটে ট্যাবলেটকে ফুল চার্জ করে দেবে।

Show Full Article
Next Story