- Home
- »
- ট্যাবলেট »
- Huawei MatePad: চার্জ শেষই হবে না! নতুন...
Huawei MatePad: চার্জ শেষই হবে না! নতুন ট্যাব লঞ্চ করল হুয়াওয়ে, ফিচার্স তাক লাগাবে
গতকাল (১২ ডিসেম্বর) দুবাইতে প্রখ্যাত ইলেকট্রনিক্স নির্মাতা, হুয়াওয়ে (Huawei) একটি ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা...গতকাল (১২ ডিসেম্বর) দুবাইতে প্রখ্যাত ইলেকট্রনিক্স নির্মাতা, হুয়াওয়ে (Huawei) একটি ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা কিছু নতুন ডিভাইস লঞ্চ করেছে। এই ইভেন্টের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ Huawei MatePad Pro 13.2 ট্যাবলেটটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এটি গত সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। বিশ্ব বাজারে লঞ্চ হওয়া মডেলটি তার চীনা সংস্করণের মতো হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করে। Huawei MatePad Pro 13.2 বাজারে iPad Pro এবং Samsung Galaxy Tab S9 Ultra-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যায়। এতে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, Kirin 9000s প্রসেসর, ১০,১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আসুন তাহলে গ্লোবাল মার্কেটে Huawei MatePad Pro 13.2-এর মূল্য ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Huawei MatePad Pro 13.2-এর স্পেসিফিকেশন এবং ফিচার
নাম অনুযায়ী, হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১৩.২-এর ডান বেজেলে একটি ক্যামেরা নচ সহ বড় ১৩.২ ইঞ্চির স্ক্রিন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, এটি ফ্লেক্সিবল ওলেড (OLED) প্যানেল যুক্ত বিশ্বের প্রথম ট্যাবলেট। ডিসপ্লেটি ২,৮৮০ x ১,৯২০ পিক্সেলের রেজোলিউশন, ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এটি ১০,০০০ লেভেলের চাপ এবং ০ মিলিসেকেন্ড (ms) লো লেটেন্সি সহ এম-পেন স্টাইলাসের সাথে কম্প্যাটিবল। পারফরম্যান্সের জন্য, মেটপ্যাড প্রো ১৩.২-এ কিরিন ৯০০০এস প্রসেসর রয়েছে। এটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।
হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১৩.২-এর বড় আকার বিবেচনা করে এটিকে সবচেয়ে স্লিম এবং সবচেয়ে হালকা ট্যাবলেট বলে মনে করা হচ্ছে। রিয়ার প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিদ্যমান। আর ট্যাবটির সামনে একটি টাইম-অফ-ফ্লাইট (ToF) ইউনিটের সাথে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। আর অডিওর জন্য, ট্যাবলেটটি স্পেসিয়াল অডিও সাপোর্ট সহ ছয়টি ডুয়েল-চ্যানেল স্পিকার দ্বারা সজ্জিত।
এছাড়া, Huawei MatePad Pro 13.2 হিট ডিসিপেশনের জন্য ৫২০০০ বর্গ মিলিমিটার ভিসি (VC) লিকুইড কুলিং সিস্টেম অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটি বিশাল ১০,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ৮৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, MatePad Pro 13.2 হারমনিওএস ৪ (HarmonyOS 4) অপারেটিং সিস্টেমে রান করে। হুয়াওয়ের এই ট্যাবটি ফ্লোটিং উইন্ডো, ডাব্লিউপিএস (WPS) অফিস-এর মতো একাধিক আকষর্ণীয় ফিচার অফার করে।
Huawei MatePad Pro 13.2-এর মূল্য ও লভ্যতা
ইউরোপের বাজারে Huawei MatePad Pro 13.2-এর বেস ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯ ইউরো (প্রায় ৮৯,৯০০০ টাকা)। যেখানে, উচ্চতর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,১৯৯ ইউয়ান (প্রায় ১,০৭,৯০০ টাকা)। ট্যাবলেটটি ইউরোপে আগামী ৮ জানুয়ারী প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ২২ জানুয়ারি থেকে এর সেল শুরু হবে। তবে Huawei MatePad Pro 13.2 ভারতে মার্কেটে আসবে কিনা, সেসম্পর্কে কোম্পানির তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।