বিশাল ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Huawei MatePad SE 11 ট্যাবলেট

Huawei MatePad SE 11 ট্যাবলেটটি আজ (8 জুন) লঞ্চ হল বিশ্ববাজারে। এই নতুন বাজেট রেঞ্জের ট্যাবলেটটি একটি বড় এলসিডি...
Ananya Sarkar 10 Jun 2024 11:17 AM IST

Huawei MatePad SE 11 ট্যাবলেটটি আজ (8 জুন) লঞ্চ হল বিশ্ববাজারে। এই নতুন বাজেট রেঞ্জের ট্যাবলেটটি একটি বড় এলসিডি ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং স্টাইলাস সাপোর্টের মতো বৈশিষ্ট্যগুলি অফার করার পাশাপাশি দামের ওপরও ফোকাস করে। আসুন তাহলে নবাগত Huawei MatePad SE 11 ট্যাবটির দাম, স্পেসিফিকেশন, ফিচার এবং উপলব্ধতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei MatePad SE 11: স্পেসিফিকেশন

হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ ট্যাবে প্রিমিয়াম লুকের জন্য একটি পাতলা এবং লাইটওয়েট মেটাল বডি রয়েছে। এটি দুটি কালার অপশনে এসেছে, ক্রিস্টাল ব্লু এবং নেবুলা গ্রে। ডিভাইসটির পরিমাপ ২৫২.৩ x ১৬৩.৮ x ৬.৯ মিলিমিটার এবং ওজন ৪৭৫ গ্রাম। ট্যাবলেটটির সামনে ১১ ইঞ্চির টিএফটি এলসিডি (আইপিএস) প্যানেল বিদ্যমান, যা ফুলএইচডি+ রেজোলিউশন (১,৯২০x ১,২০০ পিক্সেল) এবং ৮৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এই স্ক্রিনটি ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১,৪০০:১ কনট্রাস্ট রেশিও, ১৬.৭ মিলিয়ন কালার, ১০০% এসআরজিবি (sRGB) কালার গ্যমট এবং আরামদায়ক রিডিং এক্সপেরিয়েন্সের জন্য ইবুক মোড অফার করে।

হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে প্রসেসরের নাম নিশ্চিত করেনি, তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ ট্যাবে কিরিন ৭১০এ বা Qualcomm Snapdragon 680 চিপসেটটি থাকতে পারে। ট্যাবলেটটি হারমনিওএস ২.০ (HarmonyOS 2.0) কাস্টম স্কিনে চলে, যা নিরবিচ্ছিন্ন ডেটা ট্রান্সফার এবং স্ক্রিন কন্টেন্ট শেয়ার করে নেওয়ার জন্য মাল্টি-স্ক্রিন কোলাবরেশনের মতো ফিচারগুলি অফার করে।

Huawei MatePad SE 11 ট্যাবলেটের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে মাল্টি-উইন্ডো, নিরাপদ এবং নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য একটি কিডস কর্নার এবং ভিডিও যোগাযোগের জন্য মিটাইম কলিং (MeeTime Calling)। ট্যাবটি ৪ জিবি/ ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ বিকল্প অফার করে।

ফটোগ্রাফির জন্য, Huawei MatePad SE 11 ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার লেন্স সহ একটি বেসিক ক্যামেরা সেটআপ এবং ভিডিও কল ও সেলফির জন্য ডিভাইসটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটি ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে।

এছাড়া, Huawei MatePad SE 11 ট্যাবটিতে আঁকা এবং নোট নেওয়ার জন্য এম-পেন লাইট স্টাইলাসও সাপোর্ট করে। ট্যাবটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ), ব্লুটুথ ৫.১ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এটিতে একটি গ্র্যাভিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, মাইক্রোফোন, হুয়াওয়ে হিস্টেন ৯.০ অডিও সহ কোয়াড স্পিকার এবং ইউএসবি ওটিজি সাপোর্ট মিলবে। তবে এখনও পর্যন্ত বিশ্ববাজারে Huawei MatePad SE 11 ট্যাবের দাম কত হবে, তা কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

Show Full Article
Next Story