Infinix XPad: ফাঁস ডিজাইন থেকে ফিচার্স, এন্ট্রি নিচ্ছে ইনফিনিক্সের প্রথম ট্যাব এক্সপ্যাড

ইনফিনিক্স অবশেষে ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই আসন্ন ডিভাইসটির নাম ইনফিনিক্স এক্সপ্যাড হবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগে এবার ফাঁস হল ট্যাবটির রেন্ডার ও কিছু বৈশিষ্ট্য।

Infinix Xpad Design Render Leaks Colour Options Specifications

গত মাসে একটি অনলাইন রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে ইনফিনিক্স এক্সপ্যাড নামের একটি ডিভাইসের সাথে ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করার পরিকল্পনা করছে। আর আজ, সেই জল্পনাটিকে সমর্থন করে ইনফিনিক্স এক্সপ্যাড ট্যাব সর্ম্পকে আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যার মধ্যে রয়েছে ডিভাইসটির অফিসিয়াল-লুকিং রেন্ডার এবং এর কিছু প্রধান স্পেসিফিকেশন। আসুন এগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স বাজারে আনছে তাদের প্রথম ট্যাবলেট

ফাঁস হওয়া ছবিগুলি তিনটি কালার অপশনে একটি মোটামুটি স্ট্যান্ডার্ড ট্যাবলেট ডিজাইন প্রদর্শন করেছে ব্লু, গ্রে এবং গোল্ড। ডিসপ্লেটি ১,০৮০×২,৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ১১ ইঞ্চি এলসিডি প্যানেল হবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য, এক্সপ্যাডে মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্টিমেট চিপসেটটি থাকবে। এই প্রসেসরটি সাধারণত বাজেট রেঞ্জের স্মার্টফোনে পাওয়া যায়, যা ইঙ্গিত করছে যে ট্যাবলেটটি চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়নি।

এছাড়াও, ট্যাবলেটটিতে ৪ জিবি র‍্যাম থাকবে বলে জানা গেছে, যা ২০২৪ সালের নিরিখে ট্যাবলেটে মাল্টিটাস্কিংয়ের জন্য অপর্যাপ্ত বলে মনে হয়। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই ইনফিনিক্স ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ইনফিনিক্স এক্সওএস কাস্টম স্কিনে রান করবে। তবে, এটি ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত স্টোরেজ অফার করবে বলে শোনা যাচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে, এক্সপ্যাড ট্যাবের রিয়ার ক্যামেরা সিস্টেমে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ট্যাবলেটটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি শুধুমাত্র ওয়াই-ফাই সংস্করণে পাওয়া যাবে, কোনো সেলুলার সংযোগ ছাড়াই৷

যদিও, এক্সপ্যাডের দাম সর্ম্পকে এখনও কিছু জানা যায়নি। তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি ইঙ্গিত করছে যে এটি বাজেট রেঞ্জেরই হবে। প্রসঙ্গত, বাজেট ট্যাবলেটের মার্কেটে স্যামসাং এবং শাওমির মতো প্রতিষ্ঠিত সংস্থার আধিপত্য থাকায়, ইনফিনিক্সকে নিজের স্থান তৈরি করতে প্রতিযোগিতাকে উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। এই ট্যাবলেটটি সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে পা রাখবে। দাম উপযুক্ত হলে, সাধারণ ব্রাউজিং এবং বিনোদনের জন্য ট্যাবলেট খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এক্সপ্যাড একটি ভালো বিকল্প হতে পারে।