- Home
- »
- ট্যাবলেট »
- Infinix XPad ট্যাবলেট 13 সেপ্টেম্বর...
Infinix XPad ট্যাবলেট 13 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে, ডিসপ্লে ও সাউন্ডে বড় চমক
ইনফিনিক্স গত মাসে Infinix XPad ট্যাবলেটটি তার মূল্য এবং উপলব্ধতা উল্লেখ না করেই উন্মোচন করেছিল। তবে মনে করা হচ্ছে ভারত...ইনফিনিক্স গত মাসে Infinix XPad ট্যাবলেটটি তার মূল্য এবং উপলব্ধতা উল্লেখ না করেই উন্মোচন করেছিল। তবে মনে করা হচ্ছে ভারত ট্যাবটির লঞ্চ হওয়া প্রথম বাজারগুলির মধ্যে একটি হবে, কারণ এর ল্যান্ডিং পেজ ফ্লিপকার্ট (Flipkart)-এ লাইভ হয়েছে। মাইক্রোসাইটটি শুধুমাত্র লঞ্চের তারিখই প্রকাশ করেনি, এর মূল স্পেসিফিকেশনও সামনে এনেছে। চলুন তাহলে নবাগত Infinix XPad সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতের জন্য Infinix XPad ট্যাবলেটটির লঞ্চের তারিখ এবং মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে
ইনফিনিক্স এক্সপ্যাড আগামী 13 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টে লাইভ হওয়া মাইক্রোসাইট অনুযায়ী, ডিভাইসটিতে একটি মেটাল ইউনিবডি ডিজাইন রয়েছে এবং এটি তিনটি রঙে পাওয়া যাবে - স্টেলার গ্রে, ফ্রস্ট ব্লু এবং টাইটান গোল্ড।
Infinix XPad ট্যাবে 1920 x 1200 পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 83 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ 11 ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। ডিভাইসটিতে একটি কোয়াড স্পিকার সেটআপও মিলবে। সংযোগের জন্য, এটি 4জি এলটিই, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো বিকল্পগুলি অফার করবে। মাইক্রোসাইটটি থেকে জানা গেছে যে লঞ্চের দিন এক্সপ্যাডের অন্যান্য বৈশিষ্ট্যগুলি সামনে আসবে।
আরও পড়ুন: iPhone 16 vs iPhone 15: দামের পার্থক্য দশ হাজার টাকা, আইফোন 16 থেকে আইফোন 15 কতটা আলাদা দেখুন
তবে, গত মাসে Infinix XPad ট্যাবের গ্লোবাল লিস্টিংটি প্রকাশ করেছে যে, এতে MediaTek Helio G99 Ultimate চিপসেট, 4 জিবি / 8 জিবি র্যাম এবং 128 জিবি / 256 জিবি স্টোরেজ বিকল্প থাকবে। ডিভাইসটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 7,000 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, এতে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। উল্লেখিত স্পেসিফিকেশনগুলি থেকে বোঝা যায় যে, ভারতে Infinix XPad ট্যাবের দাম প্রায় 15,000 টাকার মধ্যে থাকতে পারে।
আরও পড়ুন: ফের বাজিমাত BSNL এর, আনল Jio ও Airtel এর মতো অ্যাপ, যেখান থেকে খুশি দেখা যাবে Live TV