Infinix Xpad ট‌্যাবলেট বড় স্ক্রিন, 7000mAh ব্যাটারি ও 256 জিবি স্টোরেজ সহ লঞ্চ হল, দাম কত

Infinix চুপিচুপি তাদের প্রথম ট্যাবলেট Infinix Xpad লঞ্চ করল। ট্যাবলেটটি ১১ ইঞ্চি স্ক্রিন, হেলিও চিপসেট এবং এলটিই কানেক্টিভিটি সাপোর্ট সহ এসেছে। Infinix Xpad এর বিশেষত্ব…

Infinix Xpad Launched With 11 Inch Display 8 Megapixel Camera Price Specifications Details

Infinix চুপিচুপি তাদের প্রথম ট্যাবলেট Infinix Xpad লঞ্চ করল। ট্যাবলেটটি ১১ ইঞ্চি স্ক্রিন, হেলিও চিপসেট এবং এলটিই কানেক্টিভিটি সাপোর্ট সহ এসেছে। Infinix Xpad এর বিশেষত্ব হচ্ছে এর বড় ব্যাটারি ও স্টোরেজ। এতে পাওয়া যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫৬ জিবি স্টোরেজ। আসুন এই ট্যাবের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Xpad-এ পাবেন দারুণ সব ফিচার

ইনফিনিক্স এক্সপ্যাড ট্যাবলেট ২.২ গিগাহার্টজ অক্টা-কোর হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত। আর এতে পাওয়া যাবে তিনটি ভিন্ন পাওয়ার মোড, যা গেমারদের জন্য আদর্শ হবে। এই ট্যাবে পাওয়া ১১ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৯২০ x ১২০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল উপস্থিত। ইনফিনিক্স আরও জানিয়েছে যে নতুন এই ট্যাবের ডিসপ্লে ৪৪০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ইনফিনিক্স এক্সপ্যাড দেখতে পাতলা এবং এর বডি মেটাল ইউনিবডি এবং ট্যাবটির উভয় পাশে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। আবার এতে ইনফিনিক্স ফোলাক্স নামে নিজস্ব এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার যুক্ত করা হয়েছে।

ইনফিনিক্স এক্সপ্যাড ট্যাবলেটে চারটি স্পিকার বর্তমান। এক্সপ্যাডের চার্জিংয়ের কথা বললে, এতে ১৮ ওয়াট চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ইনফিনিক্স দাবি করেছে যে এক্সপ্যাড ৪০ মিনিটের মধ্যে ৫০% চার্জ হয়ে যাবে। ইনফিনিক্স এক্সপ্যাড ব্লু, ব্ল্যাক এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে।

Infinix Xpad এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

ইনফিনিক্সের নতুন ট্যাব ৪ জিবি/ ৮ জিবি র‌্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে এদের দাম বা সেলের তারিখ জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন