- Home
- »
- ট্যাবলেট »
- Infinix XPAD: খুব সস্তায় ইনফিনিক্সের...
Infinix XPAD: খুব সস্তায় ইনফিনিক্সের প্রথম ট্যাব লঞ্চ হল, দাম কম হলেও ফিচার্স অনেক
গত মাসে উন্মোচিত হওয়ার পর Infinix XPAD আজ আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হল। এটি ইনফিনিক্স কোম্পানির প্রথম ট্যাবলেট ও বাজেট...গত মাসে উন্মোচিত হওয়ার পর Infinix XPAD আজ আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হল। এটি ইনফিনিক্স কোম্পানির প্রথম ট্যাবলেট ও বাজেট সেগমেন্টে সাড়া ফেলতে আগমন ঘটেছে। সাশ্রয়ী মূল্যের এই ট্যাবে ক্রেতারা পাবেন MediaTek Helio G99 প্রসেসর, ১১ ইঞ্চির বিশাল ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও চ্যাটজিপিটি সাপোর্ট। চলুন Infinix XPAD-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Infinix XPAD স্পেসিফিকেশন
ইনফিনিক্স এক্সপ্যাড ১১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেটের সঙ্গে ট্যাবটিতে রয়েছে আর্ম জি৫৭ এমসি২ গ্রাফিক্স। সফটওয়্যারের দিক থেকে ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।
আরও পড়ুন : Android Smartphone: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল সরকারের সাইবার সিকিউরিটি টিম
ইনফিনিক্স এক্সপ্যাড ৪ জিবি র্যাম +১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা দিচ্ছে। সামনে ও পিছনে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, কোয়াড স্টিরিও স্পিকার সাউন্ড সিস্টেম, ও চ্যাটজিপিটির সঙ্গে ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট মিলবে ট্যাবটিতে।
আরও পড়ুন : ক্যামেরা থেকে ডিসপ্লে, ফিচার্সে পুরো ভর্তি, ভারতে আজ লঞ্চ হল Realme P2 Pro 5G
Infinix XPAD দাম
ইনফিনিক্সের এই নতুন ট্যাবলেটের দাম ১০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে, যা ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। ট্যাবে ফোর-জি কানেক্টিভিটি থাকছে। অন্যদিকে, ডিভাইসটির ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। টাইটান গোল্ড, ফ্রস্ট ব্লু এবং স্টেলার গ্রে কালার অপশনে উপলব্ধ এটি। প্রথম সেল ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে শুরু হবে।