iPad Pro OLED: Apple প্রেমীদের জন্য খুশির খবর, আইফোনের ফিচার এবার আইপ্যাডেও

iPhone সারা বিশ্বে অ্যাপল (Apple)-এর সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট হলেও, কোম্পানির ট্যাবলেট ও ল্যাপটপ জনপ্রিয়তার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই। অ্যাপল গত অক্টোবর মাসে নতুন…

iPhone সারা বিশ্বে অ্যাপল (Apple)-এর সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট হলেও, কোম্পানির ট্যাবলেট ও ল্যাপটপ জনপ্রিয়তার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই। অ্যাপল গত অক্টোবর মাসে নতুন iPad সিরিজ লঞ্চ করেছে। মার্কিন সংস্থাটি মূলত তাদের এই বড় স্ক্রিনের ট্যাবলেটে রেটিনা এলসিডি প্যানেল ব্যবহার করে থাকে। তবে এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী বছর অ্যাপল একটি ওলেড (OLED) প্যানেল সহ iPad Pro লঞ্চের পরিকল্পনা করছে, যা দুটি স্ক্রিন সাইজে আসতে পারে। আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে এই নয়া iPad Pro মডেলগুলির উৎপাদন শুরু হবে বলেও জানা গেছে।

OLED প্যানেল সহ iPad Pro আগামী বছর বাজারে আসতে চলেছে

গবেষণা সংস্থা ওমডিয়া-এর রিপোর্ট অনুসারে, অ্যাপল ২০২৪ সালে ওলেড (OLED) প্যানেল সহ আইপ্যাড প্রো চালু করবে। ১১-ইঞ্চি এবং ১৩-ইঞ্চি – এই দুই স্ক্রিন আকারের সাথে আইপ্যাড প্রো মডেলগুলিতে এলটিপিও (LTPO) ওলেড প্যানেল প্রয়োগ হবে বলে মনে করা হচ্ছে। ওলেড স্ক্রিন অন্তর্ভুক্ত করার মাধ্যমে, অ্যাপলের লক্ষ্য তাদের আইপ্যাড প্রো লাইনআপে বিভিন্ন সুবিধা যুক্ত করা।

ওলেড ডিসপ্লে অনবদ্য ব্ল্যাক লেভেল, প্রতি-পিক্সেলে লাইট কন্ট্রোল, এবং ব্যতিক্রমী কনট্রাস্ট ও এইচডিআর ক্ষমতা প্রদান করে। এই ডিসপ্লে এমনিতেই পাওয়ার এফিসিয়েন্সির জন্য পরিচিত, আবার এলটিপিও প্রযুক্তির সাথে প্যানেলগুলি ডায়নামিক ডিসপ্লে রিফ্রেশ রেট অ্যাডজাস্ট করতেও সক্ষম হবে, যা ব্যাটারি খরচকে আরও নিয়ন্ত্রণ করবে।

আসন্ন আইপ্যাড প্রো সিরিজে ওলেড প্রযুক্তির ডিসপ্লের অন্তর্ভুক্তি অ্যাপলের বর্তমান প্রজন্মের সিরিজে ব্যবহৃত মিনি এলইডি এলসিডি প্যানেলের থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। ট্যাবলেটের জন্য প্রথমবার ওলেড ডিসপ্লে বেছে নেওয়া সিদ্ধান্তটি, অ্যাপলের অসামান্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতির দিকে নির্দেশ করে।

তবে, আইপ্যাড অনুরাগীদের খুশি করলেও, খবরটি ওলেড ডিসপ্লে সহ MacBook ল্যাপটপের সম্ভাব্য বিলম্বের ইঙ্গিত দিয়েছে। যদিও এর আগে দাবি করা হয়েছিল যে, ওলেড প্যানেলে সজ্জিত নতুন MacBook আগামী ২০২৪ সালে লঞ্চ করা হবে। তবে এখন যা সংবাদ পাওয়া যাচ্ছে, তাতে আর প্রায় চার বছর পর, অর্থাৎ ২০২৭ সালে আত্মপ্রকাশ করতে পারে ওলেড ম্যাকবুক।

জানিয়ে রাখি, অ্যাপল এতদিন তাদের বেশিরভাগ ডিভাইসে ওলেড প্রযুক্তি ব্যবহার করা থেকে বিরত থেকেছে। iPad এবং MacBook রেঞ্জগুলিকে পুরোপুরি ভাবে বাদ রেখে iPhone এবং Apple Watch ডিভাইসে বেছে বেছে এটি ব্যবহার হয়েছে। ওলেড প্যানেলের সাথে অ্যাপলের ল্যাপটপগুলি বাজারে আসতে বিলম্ব করলেও, কোম্পানির ওলেড প্রযুক্তির ওপর চলমান গবেষণা, তাদের ডিসপ্লে প্রযুক্তির শীর্ষে থাকার প্রতিশ্রুতিকে নির্দেশ করে৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন