13 ইঞ্চির বিশাল ট্যাব আনছে iQQO, থাকবে 66W চার্জিং স্পিড সহ 11,500mah ব্যাটারি

ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ড, আইকো গত বছর iQOO Pad-এর সাথে ট্যাবলেট মার্কেটে প্রবেশ করেছে এবং সম্প্রতি তারা চীনে iQOO...
Ananya Sarkar 26 March 2024 2:10 PM IST

ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ড, আইকো গত বছর iQOO Pad-এর সাথে ট্যাবলেট মার্কেটে প্রবেশ করেছে এবং সম্প্রতি তারা চীনে iQOO Pad Air নামে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের একটি ট্যাবলেট উন্মোচন করেছে। শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি বর্তমানে পরবর্তী প্রজন্মের iQOO Pad 2-এর ওপর কাজ করছে৷ এটি শীঘ্রই বাজারে আসতে পারে, কারণ চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ট্যাবটির চার্জিং স্পিড প্রকাশ্যে এসেছে।

iQOO Pad 2 হাজির 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

iPA2475 মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ট্যাবলেট চীনা কম্পালসারি সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। অফিশিয়াল নাম সামনে আসেনি, তবে এটি আইকো প্যাড 2 নামে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে, iPA2475 ট্যাবলেটটি একটি চার্জার সহ আসতে পারে, যা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO Pad 2-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

বলা হচ্ছে, আইকো প্যাড 2-এ ডাইমেনসিটি 9 সিরিজ চিপসেট ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, আইকো প্যাড ছিল ভিভো প্যাড 2-এর সামান্য মডিফায়েড ভার্সন। তাই, আইকো প্যাড 2 হতে পারে ডাইমেনসিটি 9300-চালিত ভিভো প্যাড 3 প্রো-এর রিব্র্যান্ডেড বা পরিবর্তিত সংস্করণ, যা আজ, 26 মার্চ চীনে লঞ্চ হতে চলেছে।

সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত করেছে যে, Vivo Pad 3 Pro-তে 3.1K রেজোলিউশন সহ 13 ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে। শক্তিশালী 11,500 এমএএইচ ব্যাটারি অফার করতে পারে এবং অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে রান করবে।

Show Full Article
Next Story