বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Pad 2 ও Pad 2 Pro, রয়েছে 13 ইঞ্চি ডিসপ্লে ও 11,500mah ব্যাটারি

iQOO Pad 2 সিরিজের ট্যাবলেটগুলি বাজারে লঞ্চ হল। এই লাইনআপে দুটি ডিভাইস রয়েছে, iQOO Pad 2 এবং iQOO Pad 2 Pro। এগুলি...
Ananya Sarkar 31 May 2024 12:01 PM IST

iQOO Pad 2 সিরিজের ট্যাবলেটগুলি বাজারে লঞ্চ হল। এই লাইনআপে দুটি ডিভাইস রয়েছে, iQOO Pad 2 এবং iQOO Pad 2 Pro। এগুলি যথাক্রমে Qualcomm Snapdragon এবং MediaTek Dimensity চিপসেট দ্বারা চালিত। এছাড়াও, ট্যাব দুটিতে বড় এলসিডি ডিসপ্লে, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন এবং বিশাল ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। স্ট্যান্ডার্ড iQOO Pad 2 মডেলটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সিক্স-স্পিকার সিস্টেম সহ এসেছে, আর iQOO Pad 2 Pro মডেলটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং এইট-স্পিকার সিস্টেম অফার করে। আসুন iQOO Pad 2 সিরিজের উভয় ডিভাইসের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Pad 2: স্পেসিফিকেশন এবং দাম

আইকো প্যাড ২ মডেলে ১২.০৫ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ২,৮০০ x ১,৯৬৮ পিক্সেলের ২.৮কে রেজোলিউশন, ৭.১:৫ অ্যাসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর সাপোর্ট, পি৩ কালার গ্যামট এবং ১০ বিট কালার অফার করে। ফটোগ্রাফির জন্য, এই আইকো ট্যাবের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে।

পারফরম্যান্সের জন্য, আইকো প্যাড ২ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটে চলে, যা ৮ জিবি / ১২ জিবি এলপিডিডিআর৫x র‍্যামের সাথে যুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ১০,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। ট্যাবলেটটি একাধিক স্টোরেজ বিকল্পে এসেছে। এগুলি হল ১২৮ জিবি (ইউএফএস ৩.১), ২৫৬ জিবি (ইউএফএস ৪.০) এবং ৫১২ জিবি (ইউএফএস ৪.০)।

iQOO Pad 2 ট্যাবের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ছয়-স্পিকার সিস্টেম, একটি ৩ডি ভিসি কুলিং সিস্টেম (২৭,৫০০ বর্গ মিলিমিটার এমএম২ হিট ডিসিপেশন এরিয়া), ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.৪ এবং একটি ইউএসবি-সি (ইউএসবি ৩.২ জেন ১)। অবশেষে, ডিভাইসটির পরিমাপ ২৬৬.৩ x ১৯২ x ৬.৫৭ মিলিমিটার এবং ওজন ৫৮৯.২ গ্রাম।

দামের ক্ষেত্রে, iQOO Pad 2 ট্যাবলেটের ৮ জিবি + ১১৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,২৫০ টাকা), ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৭৭০ টাকা), ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৩৪৫ টাকা) এবং ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৮৬৫ টাকা)। iQOO Pad 2 সিলভার উইং, ল্যান টিং (নীল) এবং গ্রে ক্রিস্টালের মতো শেডগুলিতে পাওয়া যাবে।

iQOO Pad 2 Pro: স্পেসিফিকেশন এবং দাম

iQOO Pad 2 Pro ট্যাবলেটের সামনে ১৩ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ২,০৩৬ x ২,০৬৪ পিক্সেলের ৩কে রেজোলিউশন, ৩:২ অ্যাসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৯০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০ বিট কালার অফার করে৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, iQOO Pad 2 Pro ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট উপস্থিত রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস৪.০ স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Pad 2 Pro ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ১১,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷ সংযোগের ক্ষেত্রে, প্রো মডেলটি ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ইউএসবি-সি (ইউএসবি৩.২ জেন ১) পোর্ট অফার করে। iQOO Pad 2 Pro ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি আট-স্পিকার সিস্টেম এবং ৩৭,০০০ বর্গমিলিমিটার হিট ডিসিপেশন এরিয়া সহ একটি ৩ডি (3D) ভিসি কুলিং সিস্টেম। iQOO Pad 2 Pro ট্যাবের পরিমাপ ২৮৯.৫৬ x ১৯৮.৩২ x ৬.৬৪ মিলিমিটার এবং ওজন ৬৭৯ গ্রাম।

iQOO Pad 2 এবং iQOO Pad 2 Pro উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে, যার ওপরে অরিজিন ওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিনের একটি স্তর রয়েছে। এছাড়াও, উভয় মডেল একটি কীবোর্ড এবং স্টাইলাস মতো অপশনাল অ্যাক্সেসরি সাপোর্ট করে।

দাম প্রসঙ্গে বললে, iQOO Pad 2 Pro ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি মডেলগুলির মূল্য যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,১৩৫ টাকা), ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৩৪০ টাকা) এবং ৪,০৯৯ ইউয়ান (প্রায় ৪৮,০০০ টাকা)। এটি একই সিলভার, ব্লু এবং গ্রে কালার অপশনগুলিতে মিলবে। iQOO Pad 2 সিরিজটি ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে আসবে, তা এখনও নিশ্চিত ভাবে জানানো হয়নি।

Show Full Article
Next Story