আপোসহীন পারফরম্যান্সের দাবি, iQOO Pad Air ও iQOO Pad 2 আসছে বিশেষ স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক প্রসেসরের সাথে

গত বছরের মে মাসে iQOO MediaTek Dimensity 9000+ চিপসেট দ্বারা চালিত তাদের প্রথম ট্যাবলেট, iQOO Pad-কে বাজারে এনেছিল। এবছর, ব্র্যান্ডটি তাদের প্রথম প্রজন্মের ট্যাবলেটের উত্তরসূরি…

গত বছরের মে মাসে iQOO MediaTek Dimensity 9000+ চিপসেট দ্বারা চালিত তাদের প্রথম ট্যাবলেট, iQOO Pad-কে বাজারে এনেছিল। এবছর, ব্র্যান্ডটি তাদের প্রথম প্রজন্মের ট্যাবলেটের উত্তরসূরি হিসেবে iQOO Pad 2 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ব্র্যান্ডটি আরও সাশ্রয়ী মূল্যের ভ্যারিয়েন্ট হিসাবে iQOO Pad Air নামে একটি মডেলের ওপর কাজ করছে বলেও জানা গেছে। এখন আবার এক নির্ভরযোগ্য টিপস্টার উভয় ডিভাইসে ব্যবহৃত চিপসেটের নাম প্রকাশ করেছেন।

iQOO Pad Air এবং iQOO Pad 2-এ থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার একটি নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে ভিভো এবং আইকো ব্র্যান্ড সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। তার ওয়েইবো পোস্টটি নির্দেশ করেছে যে, ভিভো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেটের সাথে তাদের ভিভো প্যাড ৩ এবং প্যাড ৩ প্রো ট্যাবগুলিকে আনতে চলেছে। এদিকে, ভিভোর সাব-ব্র্যান্ড আইকোও আসন্ন আইকো প্যাড এয়ার এবং আইকো প্যাড ২ ট্যাবলেটের ওপর কাজ করছে।

টিপস্টার দাবি করেছেন যে, আইকো প্যাড এয়ার স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত হবে, যেখানে আইকো প্যাড ২-এ মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর থাকবে। তিনি আরও বলেছেন যে ব্র্যান্ড দুটি ভিভো টিডাব্লিউএস ৪ এবং আইকো টিডাব্লিউএস ২ এর উপরও কাজ করছে। তিনি আরও জানিয়েছেন যে কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার আগের প্রজন্মের ট্যাবলেট এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের ত্রুটিগুলি সংশোধন করার জন্য কাজ করছে।

মনে করা হচ্ছে যে, আসন্ন আইকো ট্যাবলেটগুলির মধ্যে, iQOO Pad Air শীঘ্রই লঞ্চ হতে পারে, কারণ এটি ইতিমধ্যেই চায়না কম্পালাসারি সার্টিফিকেশন (3C) সাইটের অনুমোদন লাভ করেছে। ৩সি ডেটাবেস প্রকাশ করেছে যে, iPA2451 মডেল নম্বর যুক্ত এই ট্যাবলেটে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অনুমান করা হচ্ছে যে, এটি Qualcomm Snapdragon 870-চালিত Vivo Pad Air-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, যেটি গত আগস্ট মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল।

গতবছর প্রথম-প্রজন্মের iQOO Pad-টি Vivo Pad 2-এর একটি টুইকড সংস্করণ হিসাবে লঞ্চ হয়। তাই সম্ভাবনা রয়েছে যে iQOO Pad 2 আসন্ন Vivo Pad 3 Pro-এর একটি রিব্র্যান্ডেড বা টুইক করা সংস্করণ হতে পারে। ডিজিটাল চ্যাট স্টেশন এর আগে জানিয়েছিলেন যে, Vivo Pad 3-এ ২.৮কে রেজোলিউশনের এলসিডি প্যানেল, Snapdragon 8s Gen 3 (SM8635) চিপসেট এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। অন্যদিকে, Vivo Pad 3 Pro-তে ৩কে এলসিডি স্ক্রিন, MediaTek Dimensity 9300 প্রসেসর এবং ৮০ ওয়াট চার্জিং থাকবে। আর, iQOO TWS 2 ইয়ারবাডটি আসন্ন Vivo TWS 4-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।