- Home
- »
- ট্যাবলেট »
- ট্যাবেও এবার কুলিং সিস্টেম! iQOO Pad...
ট্যাবেও এবার কুলিং সিস্টেম! iQOO Pad ছকভাঙা ফিচার্সে বাজার মাত করতে আসছে
আইকো চীনে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে, যা iQOO Pad হিসাবে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই...আইকো চীনে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে, যা iQOO Pad হিসাবে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৩ মে এই নয়া ট্যাবটির ওপর থেকে পর্দা সরানো হবে। আর লঞ্চের আগে এখন, ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি সোশ্যাল iQOO Pad-এর স্পেসিফিকেশনগুলি টিজ করা শুরু করেছে। আইকোর প্রথম ট্যাবলেটটির সম্পর্কে কী কী জানা গিয়েছে আসুন জেনে নেওয়া যাক।
প্রকাশিত হল iQOO Pad-এর ডিসপ্লে এবং প্রসেসর ডিটেলস
আইকো প্যাড-এর একাধিক টিজার প্রকাশ হয়েছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই ট্যাবলেটটি মেটাল ইউনিবডির সাথে আসবে। পিছনের প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে। এটি এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ প্রযুক্তি অফার করবে। উল্লেখযোগ্যভাবে, আইকো প্যাড-এর ১৪,৪৪২ মিলিমিটার অংশ জুড়ে একটি হিট ডিসিপেশন সিস্টেম অবস্থান করবে।
আবার, আইকো প্যাডের স্ক্রিনের চারধারে প্রতিসম বেজেল রয়েছে। ট্যাবলেটটি ১২.১ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে, যা ২.৮কে (2.8K) পিক্সেলের রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ সাপোর্ট করবে। যদিও এগুলি ছাড়া, ট্যাবলেটটির সম্পর্কে আর কোনও তথ্য এখনও ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়নি। তবে, চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম জিংডং এর লিস্টিং অনুযায়ী, এটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ-এর মতো একাধিক মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে।
উল্লেখ্য, iQOO Pad-টি গত মাসে লঞ্চ হওয়া Vivo Pad-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ বলে অনুমান করা হচ্ছে। ভিভোর ট্যাবটিতেও ওপরে উল্লিখিত আসন্ন iQOO Pad-এর মতো একই স্পেসিফিকেশন রয়েছে। Vivo Pad-এর রিয়ার শেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সিস্টেম অবস্থান করছে। আর সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান৷ পরিশেষে, ভিভোর এই ট্যাবলেটটিকে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ১০,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট শক্তি যোগায়।