- Home
- »
- ট্যাবলেট »
- Lenovo Legion Tab: গেমিং PC, ল্যাপটপের...
Lenovo Legion Tab: গেমিং PC, ল্যাপটপের দিন শেষ! বিশাল চমক নিয়ে হাজির লেনোভো
লেনোভো (Lenovo) অবশেষে সারা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মোবাইল গেমিং বাজারের উদ্দেশ্যে তাদের জনপ্রিয় Legion ব্র্যান্ডের...লেনোভো (Lenovo) অবশেষে সারা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মোবাইল গেমিং বাজারের উদ্দেশ্যে তাদের জনপ্রিয় Legion ব্র্যান্ডের গেমিং একটি নতুন গেমিং ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবটির নাম Lenovo Legion Tab। এই গেমিং ট্যাবটিতে রয়েছে ১৪৪ হার্টজের উচ্চ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, Qualcomm Quick Charge 3.0 টেকনোলজি সহ ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট, ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আসুন তাহলে Lenovo Legion Tab-এর দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Lenovo Legion Tab-এর স্পেসিফিকেশন এবং ফিচার
লেনোভো লিজিয়ন ট্যাব-এ ৮.৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা কনজিউমার ট্যাবলেট হিসাবে ছোট হলেও, এর আকার এটিকে গেমিংয়ের জন্য পছন্দসই করে তোলে। কারণ এটিকে বড় ট্যাবলেটগুলির তুলনায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করা সহজ। লেনোভো এই ট্যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ কিউএইচডি+ রেজোলিউশন পিওরসাইট গেমিং প্যানেল ব্যবহার করেছে, যা এটিকে গেমিংয়ের জন্য খুবই আদর্শ করে তুলেছে। প্যানেলটি ৫০০ নিট (টিপিক্যাল) ব্রাইটনেস এবং ডিসিআই-পিসি কালার গ্যামট অফার করে।
ডিজাইনের দিক থেকে, লেনোভো লিজিয়ন ট্যাব-এর পরিমাপ ২০৮.৫৪ x ১২৯.৪৬ x ৭.৬ মিলিমিটার এবং ওজন ৩৫০ গ্রাম। এর পিছনে এবং ধারে একটি মেটালিক ফিনিশ রয়েছে। গেমিং ইমারশন উন্নত করতে, লেনোভো ট্যাবলেটটিতে একটি হ্যাপটিক সিস্টেম ইন্টিগ্রেট করা হয়েছে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, ট্যাবলেটটিতে ডুয়েল স্পিকার সেটআপ রয়েছে, যেটিকে ডলবি অ্যাটমসের সাথে টিউন করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য, ট্যাবলেটটিতে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে, যা লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ নয়। তবে এটি শক্তিশালী ফ্ল্যাগশিপ-গ্রেড চিপ, যা তাপ ব্যবস্থাপনার জন্য লিজিয়ন কোল্ডফ্রন্ট: ভেপার থার্মাল সলিউশনের সাথে যুক্ত। ট্যাবলেটটিতে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত প্রসারিত করার অপশনও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা কোয়ালকম কুইক চার্জ ৩.০ টেকনোলজি ব্যবহার করে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দ্বিতীয় ইউএসবি-সি পোর্টটি বাইরের ডিসপ্লে সমর্থনের জন্য ডিসপ্লেপোর্ট ১.৪ (DisplayPort 1.4) ফাংশনালিটি প্রদান করে।
বলা হচ্ছে যে, Lenovo Legion Tab বুস্টেরয়েড (Boosteroid) মতো প্ল্যাটফর্মের সাথে পেয়ার করার জন্য নিখুঁত ডিভাইস হতে পারে। বুস্টেরয়েড হল স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদির মতো ডিভাইসগুলির জন্য একটি ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম। ইউজারের যদি এক্সবক্স (Xbox) গেম পাস সাবস্ক্রিপশন থাকে, তবে তিনি বুস্টেরয়েডের মাধ্যমে এই ট্যাবলেটে ডেথলুপ (Deathloop) ডিজওনার্ড সিরিজ (Dishonored series), গিয়ার্স ৫ (Gears 5), ঘোস্টওয়্যার: টোকিও (Ghostwire: Tokyo)-এর মতো গেম খেলতে পারবেন।
এমনকি, ইউজার Lenovo Legion Tab-এর সাথে একটি মাউস এবং কীবোর্ড বা কন্ট্রোলার যুক্ত করে পিসির মতো ব্যবহার করতে পারেন। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Legion Tab অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে৷ ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৪ এবং অ্যান্ড্রয়েড ১৫ এবং ২০২৮ পর্যন্ত সিকিউরিটি আপডেটগুলিও পাবে৷ ট্যাবলেটটিতে একটি গেমিং এসিস্ট্যান্ট সফ্টওয়্যারও থাকবে, যা পারফরম্যান্স মোড টগল করা, স্ক্রিন রেকর্ডিং চালু করা এবং বাইপাস চার্জিং সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে৷
ফটোগ্রাফির জন্য, Lenovo Legion Tab-এর পিছনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর ডিভাইসের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান৷ সংযোগের জন্য, ট্যাবলেটটি ব্লুটুথ ৫.৩ এবং ওয়াই-ফাই ৬ই সাপোর্ট করে।
Lenovo Legion Tab-এর মূল্য এবং লভ্যতা
Lenovo Legion Tab ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলে (EMEA) এবং এশিয়ায় মার্চ মাসেই বিক্রির জন্য উপলব্ধ হবে। এর প্রারম্ভিক মূল্য ইউরোপে ৫৯৯ ইউরো (প্রায় ৫৪,৩০০ টাকা) হবে। ভারতের বাজারে ট্যাবলেটটি কবে প্রবেশ করবে এবং এর দাম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।