Lenovo Legion Y700 2024 গেমিং ট্যাবলেট চলতি মাসেই বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে শক্তিশালী প্রসেসর

Lenovo তাদের Legion Y700 গেমিং ট্যাবলেটের 2024 ভার্সন নিয়ে আসছে। আগামী ২৯ সেপ্টেম্বর এটি বাজারে আসবে। Lenovo Legion Y700 2024 ট্যাব আদতে Legion Y700 2023…

Lenovo Legion Y700 2024 Gaming Tablet Launching On 29 September Key Specifications Surface

Lenovo তাদের Legion Y700 গেমিং ট্যাবলেটের 2024 ভার্সন নিয়ে আসছে। আগামী ২৯ সেপ্টেম্বর এটি বাজারে আসবে। Lenovo Legion Y700 2024 ট্যাব আদতে Legion Y700 2023 এর উত্তরসূরি হিসেবে আসবে। নয়া এই ট্যাবলেটের স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। আসুন এটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Lenovo Legion Y700 2024 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ ২০২৪ ট্যাবের পিছনে আয়তকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এর মধ্যে দুটি ক্যামেরা সেন্সর থাকবে। যার প্রাইমারি সেন্সরের রেজোলিউশন হবে ১৩ মেগাপিক্সেল। আর ব্যাক প্যানেলে ‘Legion’ ব্র্যান্ডিং দেখা যাবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে হয়েছে, ট্যাবটি প্রো এক্সপিরিয়েন্স দেবে।

স্পেসিফিকেশনের কথা বললে, লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ ২০২৪-এ ৮.৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। আর পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। কিছুদিন আগে এই ডিভাইসকে গিকবেঞ্চে দেখা গিয়েছিল। সেখানে এটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ২,২০৯ ও ৬,৫০৯ স্কোর করেছে।

এদিকে Lenovo Legion Y700 2024 ট্যাবে ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে বলে জানিয়েছে গিকবেঞ্চ। তবে আমাদের আশা লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আর ট্যাবলেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম স্কিন সহ আসবে। যদিও এর ব্যাটারি বা অন্যান্য তথ্য এখনও অজানা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন