Lenovo Tab K11 নজরকাড়া ডিজাইন সহ লঞ্চ হল, রয়েছে বড় ডিসপ্লে ও ব্যাটারি

Lenovo আজ একপ্রকার চুপিসাড়ে জাপানের বাজারে Lenovo K11 নামের একটি নয়া ট্যাবলেট লঞ্চ করলো। বিশেষত্বের কথা বলে এতে উচ্চ রিফ্রেশ রেট সমর্থিত বড় ডিসপ্লে প্যানেল,…

Lenovo আজ একপ্রকার চুপিসাড়ে জাপানের বাজারে Lenovo K11 নামের একটি নয়া ট্যাবলেট লঞ্চ করলো। বিশেষত্বের কথা বলে এতে উচ্চ রিফ্রেশ রেট সমর্থিত বড় ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেকের হেলিও জি-সিরিজ চিপসেট এবং একটি শক্তিশালী ব্যাটারি থাকছে। আবার ভালো অডিও অভিজ্ঞতা প্রদানের জন্য, ডলবি অ্যাটমস সমর্থিত কোয়াড স্পিকার সিস্টেমও দেওয়া হয়েছে। Lenovo K11 ট্যাবলেট খুবই পাতলা অর্থাৎ ৭.২ মিমি পুরু এবং ওজনেও হালকা হওয়ার দরুন সহজে যেখানে খুশি বহনযোগ্য। চলুন নতুন Lenovo Tab K11 ট্যাবলেটের সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, এটি হল গত সপ্তাহে আয়োজিত CES 2024 টেক ইভেন্ট চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মপ্রকাশ করা Lenovo Tab M11 মডেলেরই একটি রিব্র্যান্ডেড সংস্করণ।

Lenovo Tab K11 ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার

লেনোভো ট্যাব কে১১ ট্যাবলেট ১০.৯৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১৯২০x১২০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল সহ এসেছে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ২.২ গিগাহার্টজ ক্লিক রেটে চালিত। এর সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অফার করা হয়। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

Lenovo Tab K11 সংস্থার ফ্রিস্টাইল ফিচার সাপোর্ট করে, যা ট্যাবলেটটিকে সেকেন্ডারি স্ক্রিন বা রাইটিং প্যাড হিসাবে ব্যবহার করার অনুমতি দেবে। এই ফিচার ব্যবহারকারীদের ট্যাবলেট এবং পিসির মধ্যে নিরিবিচ্ছিন্নভাবে ফাইল স্থানান্তর করার সুবিধাও প্রদান করে। অডি বিভাগের কথা বললে, এটি ডলবি অ্যাটমস-টিউনড কোয়াড স্পিকার সিস্টেমের সাথে এসেছে।

ট্যাবলেটের সামনে ৮-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ডিভাইসটি লেনোভো ট্যাব পেন প্লাস স্টাইলাস সাপোর্ট করে। ডুয়াল-টোন ব্যাক প্যানেলের সাথে আসা এই মডেলে ৭,০৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ২৫৫.৩x১৬৬.৩x৭.২ মিমি এবং ওজন ৪৬৫ গ্রাম।

Lenovo Tab K11 ট্যাবলেটের দাম

Lenovo Tab K11 লুনার গ্রে কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে। জাপানের বাজারে এটি ওয়াই-ফাই (Wi-Fi) এবং এলটিই (LTE) কানেক্টিভিটি ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। যদিও ভ্যারিয়েন্টগুলির দাম বা প্রাপ্যতা সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি।