অপেক্ষার অবসান! 7040mah ব্যাটারি, 90hz ডিসপ্লে সহ Lenovo Tab M11 আসছে 26 মার্চ

লেনোভো ভারতে তাদের নতুন Lenovo Tab M11 ট্যাবের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। অ্যামাজনে প্রকাশিত মাইক্রোসাইট অনুসারে,...
Ananya Sarkar 23 March 2024 6:43 PM IST

লেনোভো ভারতে তাদের নতুন Lenovo Tab M11 ট্যাবের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। অ্যামাজনে প্রকাশিত মাইক্রোসাইট অনুসারে, ট্যাবলেটটি আগামী 26 মার্চ লঞ্চ হবে এবং সেল শুরু হবে ওই দিন সকাল 11টা থেকে৷ এটি জানুয়ারিতে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2024)-এ প্রথম উন্মোচন করা হয়েছিল। ভারতে Lenovo Tab M11-এর দাম কত হবে, তা বর্তমানে স্পষ্ট নয়। তবে সিইএস-এ ট্যাবটির বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ মডেলের দাম 179 ডলার (প্রায় 14,970 টাকা) হবে ঘোষণা করা হয়েছিল। ট্যাবটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনও রয়েছে, যা সম্ভবত ভারতে আসতে পারে। চলুন এদেশে লঞ্চের আগে Lenovo Tab M11-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Lenovo Tab M11-এর স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব এম11-এ 1,920 x 1,200 রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সহ ১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি মিডিয়াটেক হেলি জি৮৮ চিপসেটে চলে, যা সর্বাধিক 8 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানোও যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ট্যাব এম11 অ্যান্ড্রয়েড 13 ভার্সনে রান করবে, তবে আগামী দিনে অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 আপডেট পাবে।

লেনোভো ট্যাব এম11-এর ব্যাক প্যানেলে একটিমাত্র ক্যামেরা, যা 8 মেগাপিক্সেলের বা 13 মেগাপিক্সেলের সেন্সর হতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাব এম11-এ 7,040 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে৷

এছাড়া, Lenovo Tab M11-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই 802.11এসি, ব্লুটুথ 5.1 এবং ইউএসবি-সি পোর্ট, ডলবি অ্যাটমস (Dolby Atmos)-সাপোর্টেড ডুয়েল স্পিকার এবং একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। Lenovo Tab M11-এর পরিমাপ হল 166.31 x 55.26 x 7.15 মিলিমিটার এবং ওজন 465 গ্রাম।

Show Full Article
Next Story