ট্যাব মানেই হাতে ধরা মুশকিল ও ওজন বেশি এমন সব ধারণা বদলে দিতে আসছে Lenovo

বিখ্যাত ল্যাপটপ, পিসি নির্মাতা লেনোভো শীঘ্রই ভারতে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Lenovo Tab M11। যদিও লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি,…

বিখ্যাত ল্যাপটপ, পিসি নির্মাতা লেনোভো শীঘ্রই ভারতে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Lenovo Tab M11। যদিও লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি, তবে তার আগেই এখন অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)- এর প্ল্যাটফর্মে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা ট্যাবলেটটির স্পেসিফিকেশনগুলি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, Lenovo Tab M11-কে এবছর জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2024)-এর মঞ্চে উন্মোচন করা হয়েছিল এবং পরে এটিকে বিশ্বের একাধিক বাজারে লঞ্চ করা হয়। ভারতে লঞ্চের আগে আসুন এই ট্যাবলেটটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করা হয়েছে, জেনে নেওয়া যাক।

Lenovo Tab M11-এর স্পেসিফিকেশন

আমাজন ইন্ডিয়া-এর প্ল্যাটফর্মে লাইভ হওয়া মাইক্রোসাইট নিশ্চিত করেছে যে, লেনোভো ট্যাব এম11-এ ডাব্লিউইউএক্সজিএ (WUXGA) রেজোলিউশন সহ 11 ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকবে। এই আইপিএস প্যানেলে 90 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিট পিক ব্রাইটনেস, 72% এনটিএসসি (NTSC) এবং নেটফ্লিক্স এইচডি (Netflix HD) সার্টিফিকেশনের জন্য সাপোর্ট থাকবে।

লেনোভো দাবি করেছে যে, ডিসপ্লেটি টিইউভি আই কেয়ার (TUV eye care) দ্বারা অনুমোদিত, যা এটিকে রিডারদের জন্য উপযুক্ত করে তুলেছে। লেনোভো ট্যাব এম11 মিডিয়াটেক হেলিও জি88 প্রসেসর দ্বারা চালিত হবে, যা একটি 12 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি এবং এতে 2.0 গিগাহার্টজ গতির দুটি Cortex A75 কোর, 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি Cortex A55 কোর এবং একটি মালি জি52 এমপি2 জিপিইউ যুক্ত রয়েছে। ট্যাবটিতে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে। এটি 4,096 লেভেলের প্রেসার এবং টিল্ট সহ পাম রিজেকশনের জন্য সাপোর্ট নিয়ে আসবে। তবে লেনোভো নিশ্চিত করেছে যে, ট্যাব এম11-এ কোনও স্টাইলাস অন্তর্ভুক্ত থাকবে না।

এছাড়াও, কোম্পানি দাবি করেছে যে, ডিভাইসটি সবচেয়ে হালকা হবে, যার ওজন মাত্র 465 গ্রাম এবং পুরুত্ব 7.15 মিলিমিটার হবে। Lenovo Tab M11 জলের ছিটে থেকে রক্ষার জন্য IP52 রেটিং প্রাপ্ত বিল্ড সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটিতে 7,040 এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি থাকবে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। লেনোভো নিশ্চিত করেছে যে ট্যাবলেটটি 10 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Lenovo Tab M11 অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলে এবং এটি দুটি বড় ওএস আপগ্রেড পাবে বলে নিশ্চিত করা হয়েছে। লেনোভো এরসাথেই যোগ করেছে যে, ডিভাইসটি আগামী 2028 সালের জানুয়ারি মাস পর্যন্ত সিকিউরিটি আপডেট পেতে থাকবে।