টানা 13 ঘন্টা ভিডিয়ো দেখা যাবে Lenovo Tab M9, সাধ্যের মধ্যে দারুণ ফিচার্স নিয়ে লঞ্চ হল

লেনোভো (Lenovo) গতবছর ডিসেম্বরে নতুন Tab M9-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। এটি হল ব্র্যান্ডের লেটেস্ট বাজেট ভিত্তিক ট্যাবলেট মডেল। আর এখন, এই বড় স্ক্রিন যুক্ত…

লেনোভো (Lenovo) গতবছর ডিসেম্বরে নতুন Tab M9-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। এটি হল ব্র্যান্ডের লেটেস্ট বাজেট ভিত্তিক ট্যাবলেট মডেল। আর এখন, এই বড় স্ক্রিন যুক্ত ডিভাইসটি ভারতীয় বাজারেও পা রেখেছে। এটি আগামী ১ জুন থেকে কেনার জন্য উপলব্ধ হবে বলে জানা গেছে। নবাগত Lenovo Tab M9 আইপিএস এলসিডি ডিসপ্লে, শক্তিশালী MediaTek Helio G80 প্রসেসর, বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অফার করে। আসুন তাহলে ভারতের বাজারে এই সাশ্রয়ী মূল্যের লেনোভো ট্যাবলেটটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Lenovo Tab M9-এর মূল্য ও লভ্যতা

ভারতীয় বাজারে লেনোভো ট্যাব এম৯-এর ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা এই ট্যাবটি আগামী ১ জুন কিনতে পারবেন। ট্যাব এম৯ বেস ভ্যারিয়েন্টের পাশাপাশি আরও দুটি স্টোরেজ কনফিগারেশনের জন্য একটি এলটিই এবং ওয়াই-ফাই ভার্সনে পাওয়া যাবে। ডিভাইসটি ফ্রস্ট ব্লু কালার অপশন সহ অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হবে।

Lenovo Tab M9-এর স্পেসিফিকেশন ও ফিচার

লেনোভো ট্যাব এম৯-এর সামনে ৯ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৩৪০ x ৮০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। তবে এই বাজেট ট্যাবলেটের স্ক্রিনের চার দিকে বেশ চওড়া বেজেল দেখা যায়। লেনোভো ট্যাব এম৯ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

লেনোভো ব্র্যান্ডিং সহ ট্যাব এম৯-এর পিছনে ডুয়েল টোন কালার দেখা যায়। আর ব্যাক প্যানেলের ওপরের বাম কোণায় অটোফোকাস সহ একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাব এম৯ বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এটি টানা ১৩ ঘন্টা ভিডিয়ো প্লেব্যাক সাপোর্ট করবে।

এছাড়া, Lenovo Tab M9-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, ডলবি অ্যাটমোস, ডুয়াল স্টেরিও স্পিকার, মেমরি সম্প্রসারণের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ ৫.১ সংযোগ, ফেস আনলক এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ডিভাইসটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিলিমিটার এবং ওজন প্রায় ৩৪৪ গ্রাম। এই ট্যাবলেটের রিয়ার প্যানেলটি ধাতু দিয়ে নির্মিত, যা ট্যাব এম৯-এ একটি প্রিমিয়াম অনুভূতি অফার করে।