- Home
- »
- ট্যাবলেট »
- গান শোনা থেকে ভিডিয়ো দেখা, বিনোদনের...
গান শোনা থেকে ভিডিয়ো দেখা, বিনোদনের সংজ্ঞা বদলাতে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল Lenovo
ট্যাবলেট ডিভাইসের মার্কেটে ধামাকা মডেল নিয়ে হাজির লেনোভো। সংস্থাটি Lenovo Tab P12 ও M10 5G নামে দুই ব্র্যান্ড-নিউ...ট্যাবলেট ডিভাইসের মার্কেটে ধামাকা মডেল নিয়ে হাজির লেনোভো। সংস্থাটি Lenovo Tab P12 ও M10 5G নামে দুই ব্র্যান্ড-নিউ ট্যাবলেট লঞ্চ করেছে। প্রথম ট্যাবটির বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে এলসিডি ডিসপ্লে, MediaTek প্রসেসর, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১০,২০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে, Lenovo Tab M10 5G-তে 2K ডিসপ্লে, Qualcomm Snapdragon প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৭,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।চলুন ট্যাবলেটগুলির স্পেসিফিকেশন, দাম ও ফিচার্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Lenovo Tab P12-এর স্পেসিফিকেশন
লেনোভো ট্যাব পি১২-এ ১২.৭ ইঞ্চির এলটিপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা ২,৯৪৪ x ১,৮৪০ পিক্সেলের রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২৭৩ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ডিভাইসটি শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। অতিরিক্ত স্টোরেজের জন্য, ট্যাবটিতে মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। ট্যাব পি১২ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে, যা দুই বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করেছে লেনেভো।
ক্যামেরার ক্ষেত্রে, Lenovo Tab P12-এর সামনে আরজিবি সেন্সর এবং আল্ট্রা-ওয়াইড ফিল্ড অফ ভিউ সহ একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে, আর এর রিয়ার সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা বর্তমান। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, ট্যাবলেটটি কোয়াড জেবিএল স্পিকার দ্বারা সজ্জিত। এছাড়াও, এই ট্যাবলেটে অ্যাক্সিলোমিটার জি সেন্সর, আরজিবি সেন্সর, জাইরোস্কোপ, ই-কম্পাস এবং হল সেন্সর-এর মতো বিভিন্ন সেন্সর যুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনে এম্বেড করা হয়েছে।
এছাড়া, Lenovo Tab P12-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ব্লুটুথ ভি৫.১, ওয়াই-ফাই ৬ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই। ট্যাবলেটটি একটি ইউএসবি টাইপ-সি ২.০ পোর্টের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Tab P12-এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ১০,২০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করে৷ এটি স্টর্ম গ্রে এবং ওট-এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।
Lenovo Tab M10 5G-এর স্পেসিফিকেশন
লেনোভো ট্যাব এম১০ ৫জি-তে ১,২০০×২,০০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১০.৬১ ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে, যা ১৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ এই ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত। ট্যাব এম১০ ৫জি দুটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে - ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ইউএমসিপি৪এক্স স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। ট্যাবলেটটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ডেবল স্টোরেজও সাপোর্ট করে। এই লেনোভো ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এ চলমান। কোম্পানি জানিয়েছে যে, এটি এক বছরের ওএস আপডেট এবং ৩.৫ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।
ফটোগ্রাফির জন্য, Lenovo Tab M10 5G-এ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা অবস্থান করছে। ট্যাবটিতে একটি মাইক্রোফোন, দুটি স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে। Tab M10 5G অ্যাক্সিলোমিটার জি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, হল সেন্সর, ভাইব্রেটর এবং এসএআর সেন্সর সহ বিভিন্ন সেন্সর রয়েছে।
সংযোগের জন্য, ট্যাবলেটটি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫.১ সাপোর্ট অফার করে। এতে ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট রয়েছে, যা কিউসি৩.০/পিডি৩.০ সাপোর্ট করে। সেইসাথে এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৫জি সংযোগের জন্য একটি ন্যানো সিম কার্ড স্লট বিদ্যমান। Tab M10 5G-এ শক্তিশালী ৭,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা এমনিতে ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক বা ৫জি ব্যবহারের সময় ৯ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করে৷
Lenovo Tab P12 এবং Lenovo Tab M10 5G-এর মূল্য এবং লভ্যতা
একটি কীবোর্ড এবং Lenovo Tab Pen Plus স্টাইলাস সহ Lenovo Tab P12-এর দাম ভ্যাট সহ ৪৯৯ ইউরো (প্রায় ৪৫,৩৩০ টাকা) থেকে শুরু হয়। আবার, শুধুমাত্র Lenovo Tab Pen Plus-এর সাথে Lenovo Tab P12-এর প্রারম্ভিক মূল্য ভ্যাট সহ ৩৯৯ (প্রায় ৩৬,২০০ টাকা)। দুটি সংস্করণই চলতি মাসে থেকে নির্বাচিত বাজারে পাওয়া যাবে। অন্যদিকে, Lenovo Tab M10 5G-এর দাম শুরু হচ্ছে ভ্যাট সহ ৩৯৯ (প্রায় ৩৬,২০০ টাকা) থেকে। লেনোভো এই ট্যাবলেটগুলি ভারতে কবে লঞ্চ করবে, সেই সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানায়নি।