- Home
- »
- ট্যাবলেট »
- সাউন্ড সিস্টেম ভুলে যাবেন! আটটি JBL...
সাউন্ড সিস্টেম ভুলে যাবেন! আটটি JBL স্পিকার সহ লঞ্চ হল Lenovo Tab Plus
Lenovo Tab Plus ট্যাবলেটটি অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। যেসমস্ত ইউজাররা দুর্দান্ত অডিও কোয়ালিটির সাথে...Lenovo Tab Plus ট্যাবলেটটি অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। যেসমস্ত ইউজাররা দুর্দান্ত অডিও কোয়ালিটির সাথে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সকে অগ্রাধিকার দেন, কোম্পানি মূলত তাদের লক্ষ্য করে এই ট্যাবটিকে বাজারে এনেছে। Lenovo Tab Plus ২কে রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে, বিশাল ৮,৬০০ এমএএইচ ব্যাটারি, MediaTek Helio G99 প্রসেসর এবং আটটি জেবিএল (JBL) স্পিকার অফার করে। আসুন তাহলে এই নবাগত ট্যাবটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে যেন নেওয়া যাক।
Lenovo Tab Plus ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং ফিচার
লেনোভো ট্যাব প্লাস ট্যাবলেটটি মসৃণ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,০০০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন সহ একটি ১১.৫ ইঞ্চির ২কে এলসিডি ডিসপ্লে অফার করে৷ স্ক্রিনটির পিক ব্রাইটনেস ৪০০ নিট পর্যন্ত পৌঁছাতে পারে। পারফরম্যান্সের জন্য, লেনোভো ট্যাব প্লাস ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরে চলে। গ্রাফিক্সের জন্য এতে যুক্ত রয়েছে এআরএম মালি-জি৫৭ এমসি২ জিপিইউ। এই ট্যাবলেটটি ৮ জিবি এলপিডিডি৪এক্স র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যেতে পারে।
সফ্টওয়্যারের ক্ষেত্রে, লেনোভো ট্যাব প্লাস অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং কোম্পানি এতে চার বছরের জন্য সিকিউরিটি প্যাচ সহ পরবর্তী ২ বছরের জন্য মেজর সফ্টওয়্যার আপগ্রেড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। ফটোগ্রাফির জন্য, লেনোভো ট্যাব প্লাসে ফুলএইচডি ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ একটি ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে ভিডিও কল এবং সেলফির জন্য একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ট্যাবলেটটিতে ৮,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং প্রদান করতে পারে। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা ৯০ মিনিটের মধ্যে ডিভাইসটিকে সম্পূর্ণরূপে চার্জ করতে সক্ষম।
অডিও এক্সপেরিয়েন্স হল Lenovo Tab Plus এর মূল আকর্ষণ। এই ডিভাইসটিতে মোট আটটি জেবিএল (JBL) স্পিকার রয়েছে, যার মধ্যে চারটি ম্যাট্রিক্স টুইটার এবং চারটি ফোর্স-ব্যালেন্সড উফার রয়েছে। এগুলি মোট ২২সিসি ভলিউমের জন্য চারটি পৃথক স্পিকার বক্সে রাখা হয়েছে। এই স্পিকারগুলি ডলবি অ্যাটমস (Dolby Atmos) দ্বারা টিউন করা হয়েছে এবং হেডফোন ব্যবহার করার সময় ২৪ বিট এবং ৯৬ কিলোহার্টজ হাই-রেজোলিউশন অডিও প্লেব্যাক সাপোর্ট করে। ট্যাবলেটটি একটি ব্লুটুথ স্পিকারে রূপান্তরিত হতে পারে, যা ইউজারদের স্মার্টফোনের মতো কানেক্টেড ডিভাইস থেকে তারবিহীনভাবে অডিও স্ট্রিম করতে দেয়। ট্যাবলেটটি একটি সমন্বিত কিকস্ট্যান্ডের সাথেও এসেছে, যা ভিডিও দেখার সময় বা গান শোনার সময় আরামদায়ক অবস্থানের জন্য ১৭৫ ডিগ্রি পর্যন্ত দেখার নমনীয়তা প্রদান করে।
এছাড়া Lenovo Tab Plus মডেলের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৮০২.১১ এসি (২.৪ গিগহার্টজ + ৫ গিগাহার্টজ) সংযোগ, ব্লুটুথ ৫.২ এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ট্যাবলেটটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং প্রাপ্ত।
জানিয়ে রাখি, Lenovo Tab Plus ট্যাবলেটটি বেশ কিছু অপশনাল ডিভাইসের সাথেও কম্প্যাটেবল, যার মধ্যে রয়েছে নোট নেওয়া এবং আঁকার জন্য Lenovo Tab Pen Plus, উৎপাদনশীল কাজের জন্য Lenovo Multi-Device Wireless Keyboard এবং ডুপন্ট টাইভেক (Dupont Tyvek) উপাদান এবং পিইউ লেদার দিয়ে তৈরি একটি প্রোটেকটিভ স্লিভ।
Lenovo Tab Plus ট্যাবলেটের মূল্য এবং লভ্যতা
Lenovo Tab Plus একমাত্র লুনা গ্রে কালার অপশনে উপলব্ধ এবং এর দাম ২৮৯.৯৯ মার্কিন ডলার (প্রায় ২৪,২৪৫ টাকা/ ২৭৯ ইউরো (প্রায় ২৫,০০০ টাকা) থেকে শুরু হচ্ছে। লেনোভো সারা বিশ্বের নির্বাচিত মার্কেটে ট্যাবলেটটি রোলআউট করা শুরু করেছে, যদিও নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করা হয়নি। আশা করা যায় ভারতের বাজারেও এটি খুব শীঘ্রই প্রবেশ করবে।