একধাক্কায় 2000 টাকা দাম কমলো বাহুবলী ব্যাটারির Moto Tab G70 এর, এত কমে এই প্রথম

চলতি বছরের শুরুতেই Moto Tab G70 ভারতে লঞ্চ হয়েছিল। আর প্রায় তিনমাস পরে আজ এই ট্যাবলেটের দাম কমানো হল। এখন থেকে...
Julai Modal 19 March 2023 10:28 PM IST

চলতি বছরের শুরুতেই Moto Tab G70 ভারতে লঞ্চ হয়েছিল। আর প্রায় তিনমাস পরে আজ এই ট্যাবলেটের দাম কমানো হল। এখন থেকে মোটোরোলার ট্যাবটি ২,০০০ টাকা সস্তায় পাওয়া যাবে। যারপর এর দাম ২০,০০০ টাকার কম হবে। ফিচারের কথা বললে Moto Tab G70 -এ পাওয়া যাবে হেলিও জি৯০টি প্রসেসর, ১১ ইঞ্চি আইপিএস ২কে ডিসপ্লে, ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

মোটো ট্যাব জি৭০ এর দাম কমলো - Moto Tab G70 Price Cut

মোটো ট্যাব জি৭০ এলটিই এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। তবে এখন ২,০০০ টাকা দাম কমায় এটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন দামে ট্যাবলেটটিকে খুঁজে পাওয়া গেছে। তবে ফ্লিপকার্ট এখনও মূল্য আপডেট করেনি।

Moto G70 Tab এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto G70 Tab -এর সামনে দেখা যাবে ১১ ইঞ্চি ২কে (রেজোলিউশন ২,০০০×১,২০০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৪০০ নিট। এই ডিসপ্লে টিউভি রেইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। ফলে চোখের ক্ষতি করবে না। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে এফ/২.২ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

পারফরম্যান্সের জন্য মোটো ট্যাব জি৭০ ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্টযুক্ত ৭,৭০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক।

এছাড়া এই ট্যাবে ডলবি অ্যাটমস সমর্থনসহ কোয়াড-স্পিকার সেটআপ, গুগল কিডস স্পেস উপস্থিত। আবার এটি আইপি৫২ রেটিং প্রাপ্ত হওয়ায় জল ও ধুলোতে নষ্ট হবে না।

কানেক্টিভিটির জন্য Moto Tab G70 LTE ট্যাবলেটে পাওয়া যাবে জিপিএস, গ্লোনাস, ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ট্যাবটির ওজন ৪৯০ গ্রাম।

Show Full Article
Next Story