- Home
- »
- ট্যাবলেট »
- 11.6 ইঞ্চি ডিসপ্লে সহ আসছে নতুন OnePlus...
11.6 ইঞ্চি ডিসপ্লে সহ আসছে নতুন OnePlus Tablet, পাওয়ারফুল প্রসেসর সহ থাকবে 9520mAh ব্যাটারি
ওয়ানপ্লাস ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট এবং 9520mAh বড় ব্যাটারি থাকবে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
শীঘ্রই নতুন ট্যাবলেট লঞ্চ করতে পারে OnePlus। আজ এক টিপস্টার এর ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সহ বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। এই তথ্যগুলি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আসন্ন এই OnePlus Pad আদতে Oppo Pad 3 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা নভেম্বরে Oppo Reno 13 সিরিজের সাথে চীনে লঞ্চ হয়েছিল। টিপস্টার বলেছেন যে, ওয়ানপ্লাসের নতুন ট্যাবে 13 ইঞ্চি "হুয়াক্সিং" এলসিডি স্ক্রিন থাকবে। আসুন আর কি কি জানা গেল দেখে নেওয়া যাক।
OnePlus Pad: নতুন ওয়ানপ্লাস ট্যাবলেটের ফিচার (প্রত্যাশিত)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্টে দাবি করেছেন যে ওয়ানপ্লাস একটি ট্যাবলেটের "স্ট্যান্ডার্ড ভার্সন" নিয়ে কাজ করছে, অর্থাৎ এটি "প্রো" মডেল নয়। ওই পোস্টে তিনি আরও বলেছেন যে এই ট্যাবলেটে 144Hz রিফ্রেশ রেট সহ 11.6-ইঞ্চি 2.8K+ (2800x2000 পিক্সেল) LCD স্ক্রিন থাকবে।
এছাড়া এই ওয়ানপ্লাস ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট এবং 9520mAh বড় ব্যাটারি থাকবে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে পাওয়া যাবে 8-মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা সেন্সর। যদিও পোস্টারে ট্যাবলেটটির নাম বা সম্ভাব্য লঞ্চের সময় সম্পর্কে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।
তবে উপরের স্পেসিফিকেশনগুলি জানান দিচ্ছে যে আসন্ন ওয়ানপ্লাস ট্যাবলেটটি ওপ্পো প্যাড 3 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, কারণ এতেও 11.61-ইঞ্চি 2.8K আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। চীনে এর 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম CNY 2,099 (প্রায় 24,400 টাকা)। এটি সফট লাইট এডিশনেও পাওয়া যায়।
এদিকে, সম্প্রতি আরেকটি রিপোর্টে জানানো হয়েছে যে, নতুন ওয়ানপ্লাস প্যাড প্রো 3840x2400 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 600 নিট পর্যন্ত ব্রাইটনেস এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 13-ইঞ্চি "হুয়াক্সিং" এলসিডি স্ক্রিন সহ লঞ্চ হবে। বর্তমান ওয়ানপ্লাস প্যাড প্রো ভ্যারিয়েন্টে 12.1 ইঞ্চি 3K ডিসপ্লে রয়েছে।
ওয়ানপ্লাস ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট এবং 9520mAh বড় ব্যাটারি থাকবে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।