Nokia-র সস্তা ট্যাবলেট দেবে দুর্দান্ত পারফরম্যান্স, চলে এল Android 13 আপডেট

Nokia তাদের বাজেট রেঞ্জের ট্যাবলেট Nokia T10 এর জন্য Android 13 আপডেট রোল আউট করতে শুরু করল। এরফলে ডিভাইসটিতে নতুন ইউআই সহ একাধিক ফিচার যুক্ত…

Nokia তাদের বাজেট রেঞ্জের ট্যাবলেট Nokia T10 এর জন্য Android 13 আপডেট রোল আউট করতে শুরু করল। এরফলে ডিভাইসটিতে নতুন ইউআই সহ একাধিক ফিচার যুক্ত হবে। পাশাপাশি অনেক বাগও ফিক্স করা হয়েছে বলে জানানো হয়েছে। আপাতত ভারতীয় Nokia T10 ট্যাবলেট ব্যবহারকারীরা এই আপডেট পাবে। আশা করা যায় এরপর অন্যান্য অঞ্চলের মডেলেও নয়া আপডেট পৌঁছে যাবে।

ইতিমধ্যেই এদেশের নোকিয়া টি১০ ট্যাবলেট ব্যবহারকারীরা আপডেটের নোটিফিকেশন পেয়ে গেছে। তবে আপনি যদি এই ডিভাইসটি ব্যবহার করেন এবং এখনও নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে এর Settings > System > System Update সেকশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

জানিয়ে রাখি, নোকিয়া ১০ ট্যাবলেটের ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৭৯৯ টাকা। আর এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১২,৭৯৯ টাকা।

Nokia T10 tablet এর চেঞ্জলগ

অ্যান্ড্রয়েড ১৩ আপডেট আসার ফলে Nokia T10 ট্যাবলেটে –

১. নতুন ম্যাটেরিয়াল ইউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ যুক্ত হবে।

২. একাধিক কালার ও থিম পাওয়া যাবে।

৩. প্রাইভেসি ও সিকিউরিটি আরও উন্নত হবে।

৪. নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড পাওয়া যাবে।

৫. নতুন মাল্টিটাস্কিং মেনু যুক্ত হবে।

৬. আরও ভালো পারফরম্যান্স প্রদান করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন