- Home
- »
- ট্যাবলেট »
- টেক্কা দেবে iPad কে, OnePlus Pad 2 আসছে...
টেক্কা দেবে iPad কে, OnePlus Pad 2 আসছে স্ন্যাপড্রাগনের এই নতুন প্রসেসরের সাথে
OnePlus বর্তমানে একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেটের উপর কাজ করছে। যার নাম OnePlus Pad 2। আজ এক পরিচিত টিপস্টারের দৌলতে আসন্ন এই...OnePlus বর্তমানে একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেটের উপর কাজ করছে। যার নাম OnePlus Pad 2। আজ এক পরিচিত টিপস্টারের দৌলতে আসন্ন এই ডিভাইসের চিপসেট ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, এটি কোয়ালকমের একটি লেটেস্ট এসওসি দ্বারা চালিত হবে। পাশাপাশি OnePlus Pad 2 -এর লঞ্চের সময়ও ফাঁস করা হয়েছে। ডিভাইসটি সম্ভবত চলতি বছরের দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করবে।
OnePlus Pad 2 ট্যাবলেট চিপসেট ফাঁস হল অনলাইনে
টিপস্টার ম্যাক্স জাম্বোর (Max Jambor) হালফিলে X প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে আসন্ন ওয়ানপ্লাস প্যাড 2 ট্যাবলেট 2024 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে বলে দাবি করা হয়। এই একই পোস্ট এখন রিটুইট করে টিপস্টার জানিয়েছেন যে, এই মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কোনৈ ব্র্যান্ড এই প্রসেসরের সাথে ট্যাবলেট লঞ্চ করেনি। ফলে যদি এই তথ্য সত্যি হয়, তবে ওয়ানপ্লাস প্যাড 2 প্রথম ট্যাবলেট হবে যাতে কোয়ালকমের লেটেস্ট এসওসি থাকবে।
এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড শাওমি -ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসের সাথে Xiaomi Pad 7 Pro ট্যাবলেট উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। ফলে এখন দেখার বিষয় কোন সংস্থা সবথেকে আগে এই এসওসি চালিত ট্যাব লঞ্চ করে।
জানিয়ে রাখি, ওয়ানপ্লাস গত বছর তাদের প্রথম ট্যাবলেট হিসাবে ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad) -এর ঘোষণা করে। এই বিদ্যমান মডেলের উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আসন্ন ডিভাইসটি। এক্ষেত্রে জানিয়ে রাখি, ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটটি ওপ্পো প্যাড ৩ (Oppo Pad 2) -এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ ছিল। প্রসঙ্গত, খবর পাওয়া যাচ্ছে সাব-ব্র্যান্ড ওপ্পো খুব শীঘ্রই, হয়তো মে মাসে চীনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপের সাথে ওপ্পো প্যাড 3 (Oppo Pad 3) লঞ্চ করবে। ফলে সম্ভাবনা আছে এই মডেলকে বিশ্ববাজারে ওয়ানপ্লাস প্যাড 2 (OnePlus Pad 2) হিসাবে নিয়ে আসা হবে।
OnePlus Pad 2 -এর ফিচার সম্পর্কে আর কোনো তথ্য এখনো জানা সম্ভব হয়নি। তবে ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকার খবরে আমরা একটা বিষয় সম্পর্কে নিশ্চিত যে, পূর্বসূরির থেকে উত্তরসূরি বেশ খানিকটা ব্যয়বহুল হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000-চালিত OnePlus Pad এদেশে 37,999 টাকায় লঞ্চ হয়েছিল। ফলে ভারতের বাজারে উত্তরসূরির দাম প্রায় 45,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে।