OnePlus Pad 2: আসছে ওয়ানপ্লাসের নতুন ট্যাব, কবে লঞ্চ হবে জানা গেল অবশেষে

ওয়ানপ্লাসের প্রথম ট্যাবলেট, OnePlus Pad গত বছর ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে। আবার গত বছর অক্টোবরে...
Ananya Sarkar 13 April 2024 8:12 PM IST

ওয়ানপ্লাসের প্রথম ট্যাবলেট, OnePlus Pad গত বছর ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে। আবার গত বছর অক্টোবরে ব্র্যান্ডটি ভারতে বাজেট রেঞ্জে OnePlus Pad Go ট্যাব লঞ্চ করেছিল। এদিকে OnePlus Pad লঞ্চের পর এক বছরেও বেশি সময় কেটে গেছে, তাও OnePlus Pad 2 কবে আসবে তা এখনও অজানা। তবে এখন এক সুপরিচিত টিপস্টার আসন্ন ওয়ানপ্লাসের নতুন ট্যাবের লঞ্চ টাইমলাইন প্রকাশ করেছেন।

OnePlus Pad 2 বাজারে আসছে বছরের দ্বিতীয়ার্ধে

এক্স (সাবেক টুইটার)-এ টিপস্টার ম্যাক্স জাম্বোর দাবি করেছেন যে, ওয়ানপ্লাস প্যাড 2 এ বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে৷ তবে, তিনি ট্যাবলেট সম্পর্কে আর কোনও বিশদ তথ্য তার টুইটে উল্লেখ করেননি৷ জানিয়ে রাখি, প্রথম প্রজন্মের ওয়ানপ্লাস প্যাডের গ্লোবাল লঞ্চের এক মাস পর এটি চীনে ওপ্পো প্যাড 2 হিসাবে আত্মপ্রকাশ করে। ওয়ানপ্লাস প্যাড 2-এর ক্ষেত্রেও একই রকম হয় কিনা, সেটাই দেখার।

ইদানিং, ওপ্পো প্যাড 3 সম্পর্কে নানা জল্পনা ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরের সাথে আসবে ফলে খবর। যদি তথ্যটি সত্য প্রমাণিত হয়, তবে এটি তার মিডিয়াটেক ডাইমেনসিটি 9000-চালিত পূর্বসূরির তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। ওপ্পো প্যাড 3 এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে আসতে পারে।

তাই, এখন এটাই দেখার যে OnePlus Pad 2 না Oppo Pad 3 - কোনটি প্রথম আত্মপ্রকাশ করে। কারণ ওয়ানপ্লাস ট্যাবলেটটি তার পূর্বসূরির মতো গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে এবং ওপ্পোর ট্যাবটি আগের মডেলের মতোই হোম মার্কেট চীনে সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story