ব্যাটারি ফুরোবে না, OnePlus Pad Go ট্যাবলেট বাজেটের মধ্যে বড় ব্যাটারি সহ আসছে

OnePlus বর্তমানে একটি সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড ট্যাবলেটের উপর কাজ করছে, যার নাম OnePlus Pad Go। কয়েকদিন আগে ওয়াননর্মালইউজারনেম (OneNormalUsername) নামের এক টিপস্টার আলোচ্য ট্যাবলেটকে OnePlus…

OnePlus বর্তমানে একটি সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড ট্যাবলেটের উপর কাজ করছে, যার নাম OnePlus Pad Go। কয়েকদিন আগে ওয়াননর্মালইউজারনেম (OneNormalUsername) নামের এক টিপস্টার আলোচ্য ট্যাবলেটকে OnePlus -এর চীনা ওয়েবসাইটে খুঁজে পান। আর হালফিলে এই একই মডেলকে BIS সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হতে দেখা যায়, যা নিশ্চিত করে ডিভাইসটি চীনের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে। আজ আবার OnePlus স্বয়ং তাদের আধিকারিক X হ্যান্ডেলে, আসন্ন OnePlus Pad Go ট্যাবলেটের জন্য একটি টিজার ইমেজ পোস্ট করেছে। যার দরুন ট্যাবটির রিয়ার প্যানেলের ডিজাইন সামনে এসেছে।

OnePlus Pad Go ট্যাবলেটের টিজার ইমেজ শেয়ার করলো স্বয়ং সংস্থা, ভারতে সত্বর লঞ্চের ইঙ্গিত

ওয়ানপ্লাস ইন্ডিয়া (OnePlus india) -কে আজ তাদের অফিসিয়াল X অ্যাকাউন্টে, আসন্ন ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবলেটের জন্য একটি টিজার ইমেজ শেয়ার করতে দেখা গেছে। এই ছবিতে ডিভাইসটির ব্যাক প্যানেলের ডিজাইন খুবই স্পষ্টভাবে লক্ষ্যণীয়। সংস্থা দ্বারা শেয়ার করা টিজার নিশ্চিত করছে যে, এই ট্যাবলেটে একটি রিয়ার ক্যামেরা থাকবে। আবার পূর্বসূরি ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad) -এর অনুরূপ ক্যামেরা কাট-আউট দেখা যাবে এতে। এছাড়া টিজার ইমেজ দেখে মনে হচ্ছে, ওয়ানপ্লাস হয়তো ডিভাইসটিকে LED ফ্ল্যাশলাইট ছাড়াই লঞ্চ করার পরিকল্পনা করছে। হয়তো প্রোডাকশন খরচ কমানো এর উদ্দেশ্যে।

প্রসঙ্গত OnePlus, “What’s work without a little play” এবং “All Play, All Day” ক্যাপশন সহ তাদের আপকামিং বাজেট-রেঞ্জের ট্যাবলেটকে টিজ করেছে। এক্ষেত্রে দ্বিতীয় ক্যাপশন নিশ্চিত করছে যে, এটিকে বড় ও শক্তিশালী ব্যাটারির সাথে নিয়ে আসা হবে। যার ফলে ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ ধরে গেম খেলা সত্ত্বেও ডিভাইসটি সারাদিন ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ইন্ডিয়া ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই আসন্ন প্যাডের জন্য “All Play, All Day” ট্যাগলাইনের সাথে একটি মাইক্রোসাইটও লাইভ করেছে। আবার, সম্প্রতি OnePlus Pad Go -কে OPD2304 এবং OPD2305 মডেল নম্বর সহ BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেছে। ফলে একটা বিষয়ে স্পষ্ট যে ডিভাইসটি খুব শীঘ্রই এদেশে লঞ্চের মুখ দেখতে চলেছে।

আগেই বলেছি, OnePlus Pad Go মডেলটিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করা OnePlus Pad -এর উত্তরসূরি হিসাবে নিয়ে আসা হবে। ফলে উক্ত দুটি ডিভাইসের মধ্যে ফিচারগত সদৃশ্যতা বিদ্যমান থাকতেই পারে। তাই চলুন এবার পূর্বসূরিটির বিশেষত্বগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Pad এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটে ২.৫ডি কার্ভড গ্লাস প্রোটেকশন সহ ১১.৬১-ইঞ্চির (২৮০০ x ২০০০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস, ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাব ১২ জিবি LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 রম পাওয়া যাবে। তদুপরি,ফটো তোলার জন্য OnePlus Pad ট্যাবের পেছনে ১৩ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলটি ৯,৫১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। প্রিমিয়াম কার্ভড মেটাল ইউনিবডি ডিজাইনের সাথে আসা OnePlus Pad ৬.৫৪ মিমি পুরু এবং ওজন ৫৫২ গ্রাম।