ভারতে OnePlus Pad ট্যাবের দাম ঘোষণা হয়ে গেল, আগে অর্ডার করলে 1,499 টাকার উপহার

ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারিতে ভারতে তাদের সর্বপ্রথম ট্যাবলেট হিসেবে OnePlus Pad লঞ্চ করেছে। যদিও লঞ্চ ইভেন্টের সময়,...
Ananya Sarkar 25 April 2023 8:25 PM IST

ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারিতে ভারতে তাদের সর্বপ্রথম ট্যাবলেট হিসেবে OnePlus Pad লঞ্চ করেছে। যদিও লঞ্চ ইভেন্টের সময়, কোম্পানি নয়া ট্যাবটির মূল্যে প্রকাশ করেনি। তবে, ওয়ানপ্লাস সেসময় অফিসিয়াল প্রি-অর্ডারের তারিখ প্রকাশ না করেই নিশ্চিত করেছিল যে ট্যাবলেটটি এ মাসে অর্থাৎ এপ্রিলে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। আর এখন কোম্পানি অবশেষে আনুষ্ঠানিকভাবে OnePlus Pad এর দাম এবং প্রি-অর্ডার সংক্রান্ত বিশদ ঘোষণা করেছে। আসুন তাহলে নতুন ওয়ানপ্লাসের ট্যাবলেটটির মূল্য, প্রি-অর্ডারের বিবরণ এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশিত হল OnePlus Pad-এর ভারতীয় দাম এবং প্রি-অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য

ভারতে ওয়ানপ্লাস প্যাডের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম হবে ৩৭,৯৯৯ টাকা। অন্যদিকে, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ ট্যাবটির টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ডিভাইসটি শুধুমাত্র হ্যালো গ্রীন কালারে বাজারে এসেছে৷ ওয়ানপ্লাস প্যাড আগামী ২৮ এপ্রিল থেকে ভারতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে৷ প্রি-অর্ডার নেওয়া শুরু হবে দুপুর ১২টা থেকে। গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ইএমআই এবং নেটব্যাঙ্কিং এর মাধ্যমে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন৷ পুরানো স্মার্টফোনের বিনিময়ে ক্রেতারা ৫,০০০ টাকা ছাড়ও পেতে পারেন।

ওয়ানপ্লাস প্যাড ভারতে অ্যামাজন, ফ্লিপকার্ট, সংস্থার নিজস্ব অনলাইন স্টোর, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, নির্বাচিত রিলায়েন্স এবং ক্রোমা স্টোর থেকে প্রি-অর্ডার করা যেতে পারে। ভারতে আগামী ২ মে থেকে এটির বিক্রি শুরু হবে৷ যে সমস্ত ক্রেতারা ওয়ানপ্লাস প্যাড প্রি-অর্ডার করবেন, তারা ১,৪৯৯ টাকা মূল্যের একটি ফোলিও কেস বিনামূল্যে পাবেন৷

OnePlus Pad-এর স্পেসিফিকেশন এবং ফিচার

OnePlus Pad-এ ১১.৬১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ২,৮০০ x ২,০০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এই ডিসপ্লে প্যানেলটি ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট, ৫০০ নিট ব্রাইটনেস, ৭:৫ অ্যাসপেক্ট রেশিও, এইচডিআর১০+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। OnePlus Pad মিডিয়াটেকের অক্টা-কোর ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত। ট্যাবলেটে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (OxygenOS 13.1) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Pad-এর রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আর ট্যাবটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা ব্যবহারকারীদের সেলফি তোলা এবং ভিডিও কল করতে সহায়তা করে। রিয়ার ক্যামেরাটি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে পারে, সেইসাথে এটিতে ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Pad-এ ৯,৫১০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SUPERVOOC) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ৬০ মিনিট চার্জে ট্যাবলেটটির প্রায় ৯০% চার্জ পূর্ণ হয়। এছাড়াও, OnePlus Pad ওয়াইফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, বিএলই এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করে। ট্যাবলেটটি ওটিপি (OTP) ভেরিফিকেশন, সেলুলার শেয়ারিং, রিচ টেক্সট মেসেজ, ফাইল শেয়ারিং-এর মতো আরও অনেক কিছুর জন্য ওয়ানপ্লাস ডিভাইসের সাথে সিঙ্ক করতে পারে। ওয়ানপ্লাসের এই ট্যাবলেটটিতে ফেস আনলক সাপোর্ট, অমনি-বেয়ারিং সাউন্ড ফিল্ড, কোয়াড স্টেরিও স্পিকার এবং ডলবি অডিও সাপোর্ট রয়েছে। এছাড়া, OnePlus Pad-এ ২.৫ডি (2.5D) কার্ভড মেটাল ইউনিবডি ডিজাইন দেখা যায় এবং এটির পুরুত্ব ৬.৫৪ মিলিমিটার।

Show Full Article
Next Story