- Home
- »
- ট্যাবলেট »
- বড় ডিসপ্লের সাথে 9510mAh ব্যাটারি,...
বড় ডিসপ্লের সাথে 9510mAh ব্যাটারি, OnePlus Pad এবার বিশ্ব বাজারেও হাজির
গত ফেব্রুয়ারি মাসে OnePlus আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ট্যাবলেট মডেলের ঘোষণা করেছিল। যারপর সম্প্রতি OnePlus Pad -কে...গত ফেব্রুয়ারি মাসে OnePlus আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ট্যাবলেট মডেলের ঘোষণা করেছিল। যারপর সম্প্রতি OnePlus Pad -কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান বাজারে নিয়ে আসা হয়। আর আজ অর্থাৎ ১৯শে মে সংস্থাটি তাদের এই লেটেস্ট ট্যাবলেটকে ইউরোপ এবং যুক্তরাজ্যে লঞ্চ করলো। আর লঞ্চ অফারের অংশ হিসাবে ট্রেড-ইন এবং ক্রেডিট বোনাসের মতো সুবিধা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি OnePlus Pad - IPS LCD ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৩ ওএস, ডলবি অ্যাটমস সমর্থিত সাউন্ড সিস্টেম এবং ৯,৫১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে। চলুন ইউরোপ এবং যুক্তরাজ্যে ডিভাইসটির দাম কত রাখা হয়েছে দেখে নেওয়া যাক।
ইউরোপ এবং যুক্তরাজ্যের বাজারে ওপেন সেলে বিক্রি করা হচ্ছে OnePlus Pad -কে
ওয়ানপ্লাস প্যাডকে ইউরোপ এবং যুক্তরাজ্যের বাজারে একটি মাত্র কালার বিকল্পে লঞ্চ করা হয়েছে - হ্যালো গ্রিন। আর এটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এক্ষেত্রে ইউরোপে আলোচ্য ট্যাবলেটের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউরো (প্রায় ৪৪,৫০০ টাকা)। অন্যদিকে যুক্তরাজ্যে এর বিক্রয় মূল্য ৪৪৯ পাউন্ড (প্রায় ৪৬,২০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
লঞ্চ অফারের কথা বললে, ওয়ানপ্লাসের এই নয়া ট্যাবলেটকে এলিজেবল স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচের সাথে ট্রেড-ইন করে কেনা যাবে। এক্ষেত্রে এক্সচেঞ্জ অফারের অধীনে গ্রাহকেরা ৩০ ইউরো (প্রায় ২,৬০০ টাকা) বা ৩০ পাউন্ড (প্রায় ৩,০০০ টাকা) বোনাস পেয়ে যেতে পারেন। অথবা, ২৫০ ইউরো (প্রায় ২২,৩০০ টাকা) বা ২৫০ পাউন্ড (প্রায় ২৫,৬০০ টাকা) পর্যন্ত ক্রেডিট গ্রহণের বিকল্প বেছে নিতে পারেন।
OnePlus Pad -এর স্পেসিফিকেশন
নতুন ওয়ানপ্লাস প্যাড ১১.৬-ইঞ্চির IPS LCD ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লে - ২৮০০x২০০০ পিক্সেল রেজোলিউশন, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। অডিও বিভাগের কথা বললে, ডিভাইসে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত সাউন্ড সিস্টেম পাওয়া যাবে। আবার ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে উক্ত ট্যাবলেটে৷ এছাড়া OnePlus Pad -এ ৯,৫১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।