OnePlus Pad বড় ডিসপ্লে ও মহাশক্তিশালী 9520mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে AI ফিচার

ওয়ানপ্লাস প্যাড এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান (প্রায় 23,300 টাকা।

Ankita Mondal 27 Dec 2024 12:42 AM IST

OnePlus আজ চীনে Ace 5 সিরিজের ফোন, Buds Ace 2 ইয়ারবাডস এর সাথে OnePlus Pad ট্যাবলেট লঞ্চ করেছে। এতে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে 11.6 ইঞ্চি 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ও 9250mAh ব্যাটারি। যারা প্রিমিয়াম রেঞ্জের ট্যাব খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ হবে। আসুন OnePlus Pad এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Pad এর দাম

ওয়ানপ্লাস প্যাড এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান (প্রায় 23,300 টাকা। আবার এর 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 26,800 টাকা), 2,699 ইউয়ান (প্রায় 31,400 টাকা) ও 3,099 ইউয়ান (প্রায় 36,100 টাকা)।

OnePlus Pad এর সাথে আলাদাভাবে স্টাইলাস ও কীবোর্ড কিনতে হবে। গ্লোবাল মার্কেটে এটি OnePlus Pad Go 2 নামে লঞ্চ হতে পারে।

OnePlus Pad এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটে 11.6 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2800x2000 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট ও 700 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মালি G615 MC6 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ট্যাবকে পাওয়ার দেওয়ার জন্য 9520mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফুল চার্জে এই প্যাড সারাদিন ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে। এতে এআই লার্নিং টুল সহ একাধিক এআই ফিচার উপস্থিত।

Show Full Article
Next Story