শুরু হচ্ছে OnePlus Pad ট্যাবলেটের প্রি-অর্ডার, দেখে নিন দাম ও সম্পূর্ণ বৈশিষ্ট্য

ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে ভারতে লঞ্চ হয় OnePlus Pad। সেইসময় সংস্থাটি তাদের এই নয়া ট্যাবলেটের সেলের তারিখ বা বিক্রয়...
techgup 14 April 2023 7:08 PM IST

ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে ভারতে লঞ্চ হয় OnePlus Pad। সেইসময় সংস্থাটি তাদের এই নয়া ট্যাবলেটের সেলের তারিখ বা বিক্রয় মূল্য আড়ালে রেখেছিল। কিন্তু গত মাসে OnePlus আলোচ্য ডিভাইসের প্রি-অর্ডারের তারিখ ঘোষণা করার পর অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো ডিভাইসটির দাম সামনে আনা হবে। যদিও এই ঘোষণার পর ১ মাস পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি ওয়ানপ্লাসকে। তবে আজ (১৪ই এপ্রিল) এক জনপ্রিয় টিপস্টার OnePlus Pad এর মূল্য সামনে এনেছেন।

প্রসঙ্গত OnePlus তাদের এই নয়া অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে শীঘ্রই সেলে বিক্রির জন্য উপলব্ধ করবে বলে মনে হচ্ছে। কারণ আগামী ২৮শে এপ্রিল থেকে ভারতে এর প্রি-অর্ডার লাইভ হবে। এক্ষেত্রে আগ্রহীদের জানিয়ে রাখি, OnePlus Pad -কে সংস্থার অনলাইন ও অফলাইন স্টোর, ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে আগাম বুক এবং কেনা যাবে। চলুন আসন্ন OnePlus ট্যাবলেটের দাম কত রাখা হতে পারে ভারতে তা এবার জেনে নেওয়া যাক…

ভারতে OnePlus Pad ট্যাবলেটের দাম কত রাখা হতে পারে

চলতি বছরের শুরুতে ওয়ানপ্লাস প্যাডকে ভারতে ঘোষণা করা হলেও, তখন ডিভাইসটির দাম জানা যায়নি। তবে আজ টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভারতে ট্যাবলেটটির দাম কত রাখা হবে তা তথ্য ফাঁস করেছেন৷ তার পোস্ট করা একটি ছবি অনুযায়ী, এদেশে ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের বিক্রয় মূল্য ৩৯,৯৯৯ টাকা ধার্য করা হবে।

যদিও টিপস্টার ট্যাবলেটটির র‌্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট কোনো তথ্য নিশ্চিত করেননি। আমাদের আশা শীঘ্রই সংস্থাটি এই বিষয়ক বিস্তারিত তথ্য সামনে আনবে। চলুন এবার OnePlus Pad -এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক…

OnePlus Pad -এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের সামনে ২.৫ডি কার্ভড গ্লাস প্রোটেকশন সহ ১১.৬১-ইঞ্চির ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২৮০০ x ২০০০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস, ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ দ্বারা চালিত। স্টোরেজ হিসাব এটি ১২ জিবি LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 রম অফার করে।

অন্যান্য ফিচারের কথা বললে, এই ওয়ানপ্লাস প্যাড বেশ কয়েকটি 'এক্সক্লুসিভ' ট্যাবলেট বৈশিষ্ট্য অফার করে, যেমন – OTP যাচাইকরণের জন্য অন্যান্য ওয়ানপ্লাস ডিভাইসের সাথে অটো-কানেকশন, ৫জি সেলুলার শেয়ারিং, উন্নত টেক্সট মেসেজিং এবং ফাইল শেয়ারিং ক্যাপাবিলিটি ইত্যাদি। আবার অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ডলবি অ্যাটমস অডিও এবং অমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড প্রযুক্তি সহ কোয়াড স্পিকার সিস্টেম মিলবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Pad ট্যাবে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। তদুপরি নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ সহ এসেছে ডিভাইসটি। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৯,৫১০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি এক মাস স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস। পরিশেষে, প্রিমিয়াম কার্ভড মেটাল ইউনিবডি ডিজাইনের সাথে আসা OnePlus Pad প্রায় ৬.৫৪ মিমি পুরু এবং ওজনে প্রায় ৫৫২ গ্রাম।

Show Full Article
Next Story