OnePlus Pad: ওয়ানপ্লাসের মালামাল অফার, ট্যাব বুক করলে কীবোর্ড, স্টাইলাস পেন ফ্রি

ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারি মাসে চীনের বাজারে ফ্ল্যাগশিপ OnePlus Ace 2 স্মার্টফোনটি লঞ্চ করেছে। একইসময়ে এই হ্যান্ডসেটটি...
techgup 11 April 2023 10:11 PM IST

ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারি মাসে চীনের বাজারে ফ্ল্যাগশিপ OnePlus Ace 2 স্মার্টফোনটি লঞ্চ করেছে। একইসময়ে এই হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে OnePlus 11R হিসেবে উন্মোচিত হয়েছে। Ace 2 বর্তমানে গ্লেসিয়ার ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। তবে এখন ওয়ানপ্লাস ঘোষণা করেছে যে, তারা তাদের জনপ্রিয় এই ফোনটির একটি বিশেষ লাভা রেড (Lava Red) ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। কোম্পানি লঞ্চের নির্দিষ্ট তারিখটিও নিশ্চিত করেছে। আসুন তাহলে কবে OnePlus Ace 2 লাভা রেড সংস্করণটি হোম মার্কেটে উন্মোচিত হবে, জেনে নেওয়া যাক।

OnePlus Ace 2-এর বিশেষ Lava Red ভ্যারিয়েন্ট বাজারে আসছে আগামী সপ্তাহেই

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস এস ২-এর লাভা রেড কালার ভ্যারিয়েন্টটি চীনে আগামী ১৭ এপ্রিল সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) লঞ্চ হবে এবং ওই দিনই কেনার জন্য উপলব্ধ হবে। নতুন লাভা রেড ভ্যারিয়েন্টের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল ভেগান বা নকল লেদার নির্মিত ব্যাক প্যানেল, যা একটি আকর্ষণীয় এবং স্টাইলিশ লুক উপহার দেবে। এটি শুধুমাত্র একটি ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ওয়ানপ্লাস এস ২-এর লাভা রেড মডেলটি রেগুলার সংস্করণের মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। তবে এটির দাম রেগুলার ভ্যারিয়েন্টের মতো ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৪৫০ টাকা) হবে কিনা, তা এখনও জানা যায়নি।

OnePlus Ace 2-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস ২-এ ২,৭৭২×১,২৪০ পিক্সেলের রেজোলিউশন সহ বড় ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ব্যবহারের ওপর নির্ভর করে ১২০ হার্টজ, ৯০ হার্টজ, ৬০ হার্টজ, ৪৫ হার্টজ বা ৪০ হার্টজের মধ্যে পরিবর্তিত হয়। স্ক্রিনটিতে ১,৪৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, সেইসাথে আসাহি গ্লাস এজিসি সুরক্ষাও রয়েছে।

ডিভাইসটি ৪ ন্যানোমিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ অক্টা-কোর মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত, যার সাথে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ, ১২ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইউএফএস৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে। ওয়ানপ্লাস এস ২ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Ace 2-এ ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়া, OnePlus Ace 2-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি অডিও, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমোস, ৫জি স্ট্যান্ড অ্যালোন/নন স্ট্যান্ড অ্যালোন, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। পরিশেষে, OnePlus Ace 2-এর পরিমাপ ১৬৩.৪×৭৪.৩×৮.৭ মিলিমিটার এবং ওজন ২০৪ গ্রাম।

Show Full Article
Next Story