- Home
- »
- ট্যাবলেট »
- আইপ্যাড ভুলে যাবেন! 9510mah ব্যাটারি ও...
আইপ্যাড ভুলে যাবেন! 9510mah ব্যাটারি ও 12 ইঞ্চি স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল OnePlus Pad Pro
OnePlus Pad Pro ট্যাবলেটটি অবশেষে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। এই মডেলটি MediaTek Dimensity 9000 চিপসেটের সাথে গত বছরের...OnePlus Pad Pro ট্যাবলেটটি অবশেষে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। এই মডেলটি MediaTek Dimensity 9000 চিপসেটের সাথে গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া OnePlus Pad ট্যাবের একটি উন্নত সংস্করণ হিসাবে বাজারে এসেছে। OnePlus Pad Pro এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং শক্তিশালী ৯,৫১০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন নবাগত ট্যাবলেটটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
OnePlus Pad Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং ফিচার
ওয়ানপ্লাস প্যাড প্রো ট্যাবে ১২.১ ইঞ্চির ৩কে আইপিএস এলসিডি (IPS LCD) ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই প্যানেলটি ৩০৩ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে, যা ৭২০ পিক্সেলের ডিসপ্লে সহ একটি ৬.৫ ইঞ্চির স্মার্টফোনের চেয়ে বেশি। স্ক্রিনটি এক্সক্লুসিভ ৭:৫ গোল্ডেন অ্যাসপেক্ট রেশিও সহ এসেছে। প্যানেলটি "ব্রাইট আই প্রোটেকশন" প্রযুক্তির সাথে ইউজারদের চোখের জন্য বিশেষভাবে সুরক্ষিত, যা ডিসি ডিমিং, হার্ডওয়্যার-লেভেলে লো ব্লু লাইট, ন্যাচারাল লাইট ডিসপ্লে, মেলাটোনিন প্রোটেকশন এবং আল্ট্রা-প্রিসাইস অ্যাম্বিয়েন্ট লাইট অ্যাডাপ্টেশন সাপোর্ট করে।
পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস প্যাড প্রো ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি রয়েছে, যা ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে শক্তিশালী ৯,৫১০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। নতুন ট্যাবলেটটি আন্তঃসংযোগ ফাংশনে কিছু নতুন ফিচার অফার করে এবং সহজে ফাইল ট্রান্সফার বা স্ক্রিন মিররিংয়ের জন্য ডিভাইসগুলির মধ্যে সংযোগ উন্নত করে।
OnePlus Pad Pro ট্যাবলেটের মূল্য ও লভ্যতা
চীনা মার্কেটে OnePlus Pad Pro চারটি স্টোরেজ এবং মেমরি কনফিগারেশনে এসেছে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম হল যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,১৩০ টাকা), ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৩৪০ টাকা), ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৮০০ টাকা) এবং ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৪০০ টাকা)। OnePlus Pad Pro ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।