একঝাঁক AI ফিচার সহ OnePlus Pad ফোনে এল OxygenOS 15 আপডেট

ভারতে OnePlus Pad এর জন্য লেটেস্ট OxygenOS 15 এর স্টেবল আপডেট রিলিজ করা হয়েছে। এই আপডেট অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক।

Julai Mondal 10 Dec 2024 9:54 PM IST

ওয়ানপ্লাস ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামের মাধ্যমে জানানো হয়েছে যে, ভারতে OnePlus Pad এর জন্য লেটেস্ট OxygenOS 15 এর স্টেবল আপডেট রিলিজ করা হয়েছে। এই আপডেট অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক। এই আপডেট ইনস্টল করলে নতুন ইউজার ইন্টারফেস (ইউআই), আরও ভাল অ্যানিমেশন এবং লুমিনস রেন্ডারিং এফেক্ট পাওয়া যাবে। এছাড়াও, আপডেটটি একাধিক AI ফিচার ও প্রোডাক্টিভিটি টুল ট্যাবলেটে যুক্ত করবে।

OnePlus Pad এর জন্য এল Oxygen 15 আপডেট

কমিউনিটি পোস্টে, ওয়ানপ্লাস প্যাডের জন্য আসা অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 আপডেটের ফিচারগুলি প্রকাশ করা হয়েছে। এছাড়া জানানো হয়েছে যে লেটেস্ট আপডেটটি ইতিমধ্যে ভারতে ওয়ানপ্লাস প্যাড ব্যবহারকারীদের রোলআউট করা হয়েছে। তবে এই আপডেট ব্যাচ অনুযায়ী আসবে। অর্থাৎ সব ডিভাইসে একই সাথে আপডেট আসবে না। আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকা (এনএ) এবং ইউরোপ (ইইউ) অঞ্চলেও এই আপডেট পাওয়া যাবে।

অক্সিজেনওএস 15 চালিত ওয়ানপ্লাস স্মার্টফোনে যে ফিচার রয়েছে প্যাডেও অনুরূপ বৈশিষ্ট্য যুক্ত হবে। প্রথমেই বলতে হয় ইউআইয়ের ভিজ্যুয়াল পরিবর্তনের কথা। এখন হোম এবং লক স্ক্রিন কাস্টোমাইজ করা যাবে। ওয়ালপেপার ইচ্ছামতো এডিট করার সুবিধা পাওয়া যাবে। আবার লাইভ অ্যালার্ট সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে এবং এর ডিজাইনেও নতুনত্ব দেখা যাবে।

প্রচুর AI ফিচার পাওয়া যাবে

নতুন আপডেট একাধিক এআই ফিচার যুক্ত করবে। যারমধ্যে পাওয়া যাবে এআই রাইটিং স্যুট যা কনটেন্ট পোলিশ এবং অপ্টিমাইজ করা যাবে। আবার নতুন ক্লিন আপ ফিচার এতে পাওয়া যাবে। এছাড়া ব্যবহার করা যাবে এআই রিফ্লেকশন রিমুভার ফিচার।

Show Full Article
Next Story