- Home
- »
- ট্যাবলেট »
- OnePlus Pad এর প্রথম ছবি ফাঁস হয়ে গেল,...
OnePlus Pad এর প্রথম ছবি ফাঁস হয়ে গেল, বড় ডিসপ্লে ও প্রিমিয়াম ডিজাইনের সাথে আসছে
OnePlus সম্প্রতি ভারতের বাজারে তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। এক্ষেত্রে, সংস্থাটি আগামী...OnePlus সম্প্রতি ভারতের বাজারে তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। এক্ষেত্রে, সংস্থাটি আগামী ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা 'Cloud 11' ইভেন্টে ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11, OnePlus Buds Pro 2 ইয়ারবাড সহ অন্যান্য প্রিমিয়াম প্রোডাক্টের পাশাপাশি লেটেস্ট OnePlus Pad ট্যাবলেটকেও উন্মোচন করবে বলে ঘোষণা করেছে। যদিও ডিভাইসটির অফিসিয়াল মার্কেটিং নাম এবং লঞ্চ তারিখ ব্যতীত আর কোন তথ্য OnePlus সামনে আনেনি। তবে সংস্থা যতই তথ্য লোকানোর চেষ্টা করুক না কেন, টিপস্টার OnLeaks এবং মার্কেট রিসার্চার সাইট MySmartPrice -এর সৌজন্যে আসন্ন OnePlus Pad ট্যাবের ডিজাইন রেন্ডার এবং বেশ কয়েকটি কী-স্পেসিফিকেশন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে।
লঞ্চের আগেই ফাঁস হল OnePlus Pad ট্যাবলেটের ডিজাইন রেন্ডার ও স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস প্যাড অ্যান্ড্রয়েড ট্যাবলেট বড় সাইজের ডিসপ্লে প্যানেল এবং প্রিমিয়াম বডি বিল্ড সহ আসবে। সদ্য ফাঁস হওয়া ডিজাইন রেন্ডারে দেখা গেছে, এই আপকামিং ট্যাবলেটের পিছনে ক্যামেরা সেটআপের জন্য একটি বৃত্তাকার কাটআউট রয়েছে। যদিও ডিভাইসটি একক নাকি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হবে, তা এখনো অজানা। তবে ক্যামেরা কাটআউটের ঠিক নিচেই মেটাল বডিতে ওয়ানপ্লাসের ব্র্যান্ড লোগো দেখা গেছে। ডিভাইসের ডান প্রান্তে ভলিউম রকার কী রয়েছে। আর বাম দিকে সম্ভবত স্টাইলাসের জন্য একটি কাটআউট থাকবে।
টিপস্টার প্রদত্ত রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ট্যাবে সরু বেজেল পরিবেষ্টিত ১১.৬-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের উপরিভাগে ডান প্রান্তে একটি কাটআউট দেখা গেছে, যার মধ্যে সেলফি সেন্সর অবস্থান করবে। এক্ষেত্রে ডিভাইসকে ল্যান্ডস্কেপ মোডে রাখার মাধ্যমে ভিডিও কল করা যাবে বলেও জানাতে পেরেছি আমরা।
তবে একটা বিষয় আগেই স্পষ্ট করে দিই, উপরি উল্লেখিত প্রত্যেকটি দাবি একটি PVT স্টেজ ইউনিটের ছবির উপর ভিত্তি করে করা হয়েছে, যার কোডনেম "Aries"। জানিয়ে রাখি, এই কোডনেম আসন্ন ওয়ানপ্লাস প্যাডের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে সদ্য প্রকাশ্যে আসা প্রত্যেকটি তথ্য সত্যি বলেই আমরা মেনে নিচ্ছি। তবে যতক্ষণ না আনুষ্ঠানিক ভাবে ট্যাবলেটটি বাজারে উপলব্ধ হচ্ছে, ততক্ষন সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না৷
প্রসঙ্গত, আগামী ৭ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা 'ক্লাউড ১১' ইভেন্টে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। যার মধ্যে ওয়ানপ্লাস ১১ (OnePlus 11) ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ইভেন্টের মূল আকর্ষণ হবে। এক্ষেত্রে ফিচার হিসাবে আসন্ন এই হ্যান্ডসেটে - কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি ২কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আসবে৷