Samsung-Apple চাপে, তাকলাগানো ফিচার্সের সঙ্গে Oppo Pad 2 গ্লোবাল মার্কেটে পা রাখছে

গত মার্চ মাসে, Oppo Pad 2 ট্যাবলেটটি মেটালিক ইউনিবডি ডিজাইন, কিউএইচডি+ ডিসপ্লে এবং MediaTek Dimsnity 9000 প্রসেসরের সাথে...
Ananya Sarkar 7 July 2023 9:07 AM IST

গত মার্চ মাসে, Oppo Pad 2 ট্যাবলেটটি মেটালিক ইউনিবডি ডিজাইন, কিউএইচডি+ ডিসপ্লে এবং MediaTek Dimsnity 9000 প্রসেসরের সাথে চীনে লঞ্চ হয়েছিল। আবার, এই একই ডিভাইস OnePlus Pad নামে ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের অধীনে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। বর্তমানে ওপ্পো গ্লোবাল মার্কেটের জন্য Oppo Pad 2 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এখন এই মডেলটিকে আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পষ্ট করা গেছে, যা ইঙ্গিত করছে যে ফোনটি শীঘ্রই বাজারে পা রাখতে পারে। আসুন তাহলে এখনও পর্যন্ত Oppo Pad 2 কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Oppo Pad 2 পেল IMDA-এর অনুমোদন

ওপ্পো প্যাড ২ ট্যাবলেটটি OPD2202 মডেল নম্বর সহ, আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরের সাথে ফোনটি এর আগে স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া (SIRIM) সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। যদিও সার্টিফিকেশনটি স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি, তবে এটি ইঙ্গিত দেয় যে ট্যাবলেটটি শীঘ্রই সিঙ্গাপুরে আত্মপ্রকাশ করতে পারে।

Oppo Pad 2-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ওপ্পো প্যাড ২ প্রিমিয়াম অ্যালুমিনিয়াম থেকে তৈরি আকর্ষণীয় ডিজাইনের সাথে এসেছে এতে ১১.৬১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, যা ৭:৫ অ্যাসপেক্ট রেশিও এবং ডলবি ভিশন, ২,৮০০ x ২,০০০ পিক্সেলের রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০-বিট কালার সাপোর্ট করে। ওপ্পো প্যাড ২ আকর্ষণীয় ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই ট্যাবে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট আছে, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজে উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো প্যাড ২-এর রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, যা ৩০ এফপিএসে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর ট্যাবটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। ওপ্পো প্যাড ২ অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে প্যাডের জন্য নির্ধারিত কালার ওএস ১৩ (ColorOS 13) সফ্টওয়্যার সংস্করণে রান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 2-এ ৯,৫১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে৷ কানেক্টিভিটির জন্য, Oppo Pad 2-এ ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এবং জিপিএস আছে, যা নির্ভরযোগ্য এবং দ্রুত সংযোগ নিশ্চিত করবে। সহজে ডেটা ট্রান্সফার এবং চার্জ করার জন্য এটিতে একটি ইউএসবি-সি পোর্টও মিলবে।

Show Full Article
Next Story