এন্টারটেইনমেন্ট ও কাজের জন্য সেরা হবে, 13 ইঞ্চি ডিসপ্লে সহ আসছে OnePlus Pad Pro এর লার্জ ভার্সন

ওয়ানপ্লাস তাদের প্যাড সিরিজের অধীনে নতুন ট্যাব আনছে বলে গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে। এটি OnePlus Pad Pro ট্যাবের বড় ডিসপ্লে ভ্যারিয়েন্ট হবে। এতে ১৩ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে।

Puja Mondal 19 Nov 2024 1:02 PM IST

বাজারে এখন ট্যাবলেটের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। এই কারণে স্মার্টফোন ব্র্যান্ডগুলি নতুন ট্যাবলেট লঞ্চ করছে। ওয়ানপ্লাস তাদের প্যাড সিরিজের অধীনে নতুন ট্যাব আনছে বলে গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে। এটি OnePlus Pad Pro ট্যাবের বড় ডিসপ্লে ভ্যারিয়েন্ট হবে। এতে ১৩ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। ফলে সিনেমা দেখা বা কাজ করার জন্য বড় জায়গা পাওয়া যাবে।

চীনের জনপ্রিয় টিপস্টার WHYLAB আজ এই ট্যাবলেটের সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এটি প্রোডাক্টিভিটি, এন্টারটেইনমেন্ট ও ক্রিয়েটিভ টাস্কের জন্য বড় স্পেস অফার করবে। আর পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। আর ওয়ানপ্লাস প্যাড ৩ এর লার্জ ভার্সনের ডিসপ্লের রেজোলিউশন থাকবে ৩৮৪০ x ২৪০০ পিক্সেল।

আর এর ডিসপ্লে ৬০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। যেখানে ওয়ানপ্লাস প্যাড প্রো-তে থাকা ১২.১ ইঞ্চি ডিসপ্লে ৯০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করতো। এছাড়া নতুন মডেলের ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ২৪০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সহ আসবে। আপাতত টিপস্টার ট্যাবটি সম্পর্কে এই তথ্যগুলি শেয়ার করেছে।

এদিকে জানিয়ে রাখি, Oppo, OnePlus Pad Pro এর একটি রিব্র্যান্ডেড ভার্সন নিয়ে আসছে। এর নাম রাখা হতে পারে Oppo Pad 3। এটি গোল্ড ও ব্লু কালার অপশনে ৮ জিবি/ ১২ জিবি/ ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে‌। আবার এতে কোয়াড স্পিকার সেটআপ থাকবে। এর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। এতে ৯,৫১০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story