- Home
- »
- ট্যাবলেট »
- কেয়াবাত! Oppo Pad 3 ট্যাবে প্রথমবার...
কেয়াবাত! Oppo Pad 3 ট্যাবে প্রথমবার 2.8K রেজোলিউশনের ডিসপ্লে সহ থাকবে এই শক্তিশালী প্রসেসর
Oppo Pad 3 Display - ওপ্পো প্যাড ৩ ট্যাবে ২.৮কে রেজোলিউশন এবং উচ্চ রিফ্রেশ রেট সহ ১১.৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে।
সম্প্রতি ওপ্পো কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং ভার্সন চিপসেট সহ Oppo Pad 3 Pro ট্যাবলেটটি বাজারে লঞ্চ করেছে। শোনা যাচ্ছিল কোম্পানি এর স্ট্যান্ডার্ড সংস্করণটিকেও শীঘ্রই উন্মোচন করবে। আর এখন এক সুপরিচিত টিপস্টার ট্যাবটির নন-প্রো সংস্করণ, অর্থাৎ Oppo Pad 3 সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেছেন। এছাড়া, তিনি ডিভাইসটির লঞ্চের সময়সীমারও ইঙ্গিত দিয়েছেন। আসুন আপকামিং ওপ্পো প্যাড ৩ ট্যাবলেট সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
ওপ্পো প্যাড ৩ ট্যাবলেটের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (ডিসিএস) তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, ওপ্পো প্যাড ৩ ট্যাবে ২.৮কে রেজোলিউশন এবং উচ্চ রিফ্রেশ রেট সহ ১১.৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে। ডিভাইসটিতে উন্নত পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেটটি ব্যবহৃত হবে। সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই একই প্রসেসর ওপ্পো রেনো ১৩ প্রো ফোনেটিকেও শক্তি জোগাবে। ওপ্পো প্যাড ৩ ট্যাবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৯,৫১০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ট্যাবটির ওজন ৫৩৩ গ্রামের মতো হবে এবং এতে ৬.২৯ মিলিমিটারের একটি স্লিম প্রোফাইল থাকবে।
এছাড়াও, টিপস্টার উল্লেখ করেছেন যে ওপ্পো প্যাড ৩ ব্র্যান্ডের আইওটি (IoT) লাইনআপের অংশ হবে। ওপ্পো তাদের আসন্ন রেনো ১৩ সিরিজের পাশাপাশি এই ডিভাইসটি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। জানিয়ে রাখি, একই সূত্র আগে প্রকাশ করেছিল যে রেনো ১৩ সিরিজটি ২৫ নভেম্বর চীনে লঞ্চ হবে। ডিসিএস এও দাবি করেছেন যে, ওপ্পো ওয়াচ ৫ সিরিজটি ফাইন্ড এন৫ ফোল্ডেবল ফোনের সাথে আগামী বছর উন্মোচন করা হবে।
শোনা যাচ্ছে, স্ন্যাপড্রাগন ৮ এলিট-চালিত এই ফোল্ডেবল ডিভাইসটি ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে বাজারে পা রাখতে পারে। উল্লেখ্য, ওপ্পো রেনো ১৩ সিরিজটি শীঘ্রই বিশ্ব বাজারেও আসছে। একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে যে, রেনো ১৩ এবং রেনো ১৩ প্রো কয়েকটি সার্টিফিকেশন পেয়েছে, যা ইঙ্গিত করে যে এটি আগামী বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে।
Oppo Pad 3 Display - ওপ্পো প্যাড ৩ ট্যাবে ২.৮কে রেজোলিউশন এবং উচ্চ রিফ্রেশ রেট সহ ১১.৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে।